গত সপ্তাহে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছিল অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের নাবলক ছেলে মার্ক শঙ্কর। সিঙ্গাপুরের এ𒁏কটি স্কুলে অগ্নিকাণ্ডে আহত হয়েছিল সে। সুস্থ হয়ে ছেলে দেশে ফিরতেই বড় আত্মত্যাগ করলেন অভিনেতার স্ত্রী আন্না লেজনেভা। তিরুমালার একট🐼ি মন্দিরে গিয়ে কেশমুণ্ডন করলেন তিনি। আজ সোমবার আন্না তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে গিয়ে ছেলের জন্য প্রার্থনা করেন এবং পরে চুল দান করেন।
আরও পড়ুন: সিঙ্গাপুꦺরের স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড! অগ্নিদগ্ধ পবন কল্যাণের শিশুপুত্র
এদিন মন্দিরের ভিতরে পদ্মাবতী কল্যাণ কাট্টায় একটি বিশেষ অনুষ্ঠান করা হয়। সেখানে ধর্মীয় আচারের মাধ্যমে চুল উৎসর্গ করেন অভিনেতার স্ত্রী। কেশমুণ্ডনের পর আন্না অতিরিক্ত পুজো এবং মন্দিরের আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গত ৮ এপ্রিল সিঙ্গাপুরের রিভার ভ্যালি রোডের একটি স্কুলে আগুন লাগে। আহতদের মধ্যে ছিল পবনের আট 💎বছর বয়সি ছেলে মার্ক শঙ্করও। ধোঁয়ায় শ্বাসকষ্টের পাশাপাশি তার হাত ও পা পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান উপ মুখ্যমন্ত্রী। অভিনেতা চিরঞ্জীবীও ছিলেন তাঁর সঙ্গে।
পরে পবন তাঁর ছেলের স্বাস্থ্✅যের কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। তাতে লেখা ছিল, ‘আমাদের ছোট ছেলে মার্ক শঙ্কর সিঙ্গাপুরের একটি স্কুলে অগ্নিকাণ্ডে আহত হয়েছিল এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’ রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনয় জগতের অনেকেই মার্কের আরোগ্য কামনা করেন। তাঁদের ধন্যবাদ জানান উপ মুখ্যমন্ত্রী। চিরঞ্জীবী পরে এক্স পোস্টে মার্কের বাড়ি ফিরে আসার কথা জানান।