হাসিনা সরকারের পতনের পর থেকে সময় যত গড়িয়েছে, ততই একদা শত্রু পাকিস্তানের সঙ্গে সখ্য ক্রমেই বাড়িয়েছে বাংল🎃াদেশ। সেই নতুন বন্ধুত্বের আরও এক নজির দেখা গেল আজ (বুধবার - ১৬ এপ্রিল, ২০২৫)। এদিনই বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছলেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ।
বাংলাদেশি সংবাদমাধ্যম 'প্রথম আলো' অনুসারে - এদিন স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমꦍানবন্দরে পৌঁছন আমনা। তাঁকে সেখানে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দক্ষিণ এশিয়া শাখার মহাসচিব ইশরত জাহান।
ঢাকা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতেই আমনা বালোচের এই সফর। এই সফরেই দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে হবে। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে সংশ্লিষ্ট দুই দেশের দ্বিপাকꦫ্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য়ান্য আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
লক্ষ্যণীয় বিষয় হল, গত ১৫ বছরের মধ্যে এই প্রথমবার ঢাকা ও ইসলামাবাদের মধ্যে এমন কোনও বৈঠক হ🍒তে চলেছে। এর থেকেই স্পষ্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানকে একেবারেই দূরে সরিয়ে রেখেছিলেন। তথ্যাভিজ্ঞ মহলের মতে, মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস স্মরণে রেখেই এমন অবস্থান নিয়েছিলেন পদচ্যুত প্রধান মন্ত্রী।
জানা গিয়েছে, বহু প্রতিক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে - আগামিকাল (বৃহস্পতিবার - ১৭ এপ্রিল, ২০২৫)। ঢাকা শহরে অবস্থিত সরকারি অতিথিশালা 'পদ্মা'-এ বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠক হবে। সেই বৈঠকে পাক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আমনা🍷 বালোচ। আর, বাংলাদেশের পক্ষে নেতৃত্বে থাকবেন বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন।
তবে, এই বৈঠকের আগেও এ🃏কটি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে পাকিস্তানের বিদেশ সচিবের। তাঁর সফরসূচি সম্পর্কে যেটুকু জানা গিয়েছে, সেই অনুসারে - বৃহস্পতিবার সকালেই কোনও একটি উচ্চপর্যায়ের বৈঠ𝕴ক হবে। তাতে আমনা বালোচও যোগ দেবেন।
এরপর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্🔯টা মহম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাꦉ মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
'প্রথম আলো'-কে এই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, ১৭ ত💟ারিখ দুই দেশের (বাংলাদেশ ও পাকিস্তান) বিদেশ ܫসচিব পর্যায়ের একটি বৈঠক হবে। দুই পক্ষই অসংখ্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে। তার মধ্য়ে অতীতের একাধিক অমীমাংসিত বিষয়ও রয়েছে।