দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরুটা দারুণ করেছিলেন অভিষেক পোড়েল। বুধবার (১৫ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধ💖ে ম্যাচে অভিষেক দ্বিতীয় ওভারেই দিল্লির রানের গতি একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যান। এই ওভারে তিনি ২৩ রান নেন। আর শুরুতেই পোড়েলের এই আগ্রাসী মানসিকতা দিল্লিকে অক্সিজেন দেয়।
এক ওভারে ২৩ রান নিলেন পোড়েল
দিল্লির ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন তুষার দেশপান্ডে। সেই ওভারে স্ট্রাইকে ছিলেন অভিষেক। তিনি এই ওভারে প্রথম বল থেকেই হাত খুলে পেটাতে থাকেন। ৪-৪-৬-৪-৪-১- এই ওভার থেকে মোট ২৩ রান নেন অভিষেক। আর এতেই দিল্লির স্কোর এক লাফে ভালো জায়গায় চলে যায়। প্রথম ওভারে ১০ রান ছিল দিল্লিরষ সেখান থেকে তাদের স্কোর সোজা ৩৩-এ পৌঁছে যায়। অভিষেক পোড়েল ১ বলে ১ রান থেকে, ৭ বলে ২৪ রানে 🦩পৌঁছে যান। আর এই ওভারেই দিল্লির ভিত শক্ত হয়। প্রসঙ্গত, প্রথম ওভারে জোফ্রা আর্চারকে ২টি চার মেরেছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। আর প্রথম ওভারে হয়েছিল ১০ রান। সব মিলিয়ে প্রথম দুই ওভারে দিল্লি শক্তিশালী জায়গায় ছিল।
পরপর ২ উইকেট হারানোয় চাপে পড়ে যায় দিল্লি
অভিষেক পোড়েলের হাত ধরে দিল্লি শুরুটা ভালো করলেও, তৃতীয় ওভারেই ধাক্কা খায়। এই ওভারের তৃতীয় বলে ম্যাকগার্ক আউট হয়ে যান। জোফ্রার বলে একস্ট্রা কভারে ক্যাচ তুলেছিলেন ম্যাকগার্ক। যশস্বী জয়সওয়াল সে𝐆ই ক্যাচ মিস করেননি। ৬ বলে ৯ করে সাজঘরে ফিরতে হয় ম্যাকগার্ককে। এমন কী এই ওভারে জোফ্রা মাত্র ১ রান দেন। দ্বিতীয় ওভারে তুষারের দেওয়া ২৩ রানের ঘাটতি এই ওভারে পূরণ করে দেন জোফ্রা। এদিকে ম্যাকগার্কের পরিবর্তে ক্রিজে এসেছিলেন করুণ নায়ার। তবে এদিন তিনি টিকতে পারেননি।
আগের ম্যাচে মম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত ছন্দে ব্যাট করেছিলেন করুণ নায়ার। ৪০ বলে ৮৯ রান করেছিলেন। কিন্তু তাঁকে এদিন সাজঘরে ফিরতে হয় খালি হাতে। ৩ বল খেলে শূন্যতেই আউট হয়ে যান করুণ নায়ার। এদিন চতুর্থ ওভারের প্রথম বলটি ঠিক করে খেলতে পারেননি পোড়েল। সন্দীপ শর্মার বলে বড় শট খেলার চেষ্টা করেছিলেন অভিষেক পোড়েল। কিন্তু তার টাইমিং ভালো ছিল না। বলটি তাঁর ব্যাটে লেগে পয়েন্টের দিকে চলে গেল। নায়ার এক রানের জন্য দৌড়েছিলেন, কিন্তু পোড়েল রান নিতে রাজি হননি। পয়েন্টে ফিল্ডিং করছিলেন ওয়ানিন্༺দু হাসারাঙ্গা। তিনি দ্রুত ছুটে এসে বলটি বোলারের হাতে দেন। সন্দীপ শর্মা বলটি ধরে স্টাম্পের দিকে ছুঁড়ে মারেন। এতে উইকেট ভেঙে যায়। রিপ্লে-তে দেখা যায়, করুণ নায়ার ব্যাট ক্রিজে ঢোকানোর আগেই স্টাম্প ভেঙে দিয়েছিলেন সন্দীপ। আউট হয়ে সাজঘরে ফিরতে হয় করুণ নায়ারকে। আর এর পরেই রানের গতি কিছুটা হলেও থমকে যায়।