আইপিএল মানেই পরিসংখ্যানের খেলা। এবার আইপিএলের নিলামটা আরও একবার ‘ইন্ডিয়ান প্রিমিয়র লিগ’ হয়ে ওঠে। এবার মেগা নিলামের পাঁচ সবথেকে দামি খেলোয়াড়ই হলেন ভারতীয়। অতীতে ২০১১ সাল এবং ২০২২ সালের নিলামে সবথেকে তিন দামি খেলোয়াড় ছিলেন ভারতীয়। আবার শ্রেয়সকে নিয়ে নিলামের যুদ্ধ সবথেকে বেশি চলেছিল। ১০৩টি বিড করা হয়েছিল। আর সবথেকে দলের থেকে বিড পেয়েছিলেন আর্শদীপ সিং। তাঁর জন্য বিড করেছিল - চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংস। এবারের নিলামে ১০টি দল ভারতীয় খেলোয়াড়দের জন্য ৩৮৩.৪ কোটি টাকা খরচ করেছে।
আইপিএলের অরেঞ্জ ক্যাপের পরিসংখ্যানের ইতিবৃত্ত: আইপিএলের সপ্তদশ সংস্করণ পর্যন্ত সবথেকে বেশি🍒বার 'অরেঞ্জ ক্যাপ' ডেভিড ওয়ার্নার। আবার সানরাইজার্স হায়দরাবাদ একমাত্র দল, যে দল 'অরেঞ্জ ক্෴যাপ' জয়ের হ্যাটট্রিক করেছিল - ২০১৭ সাল, ২০১৮ সাল এবং ২০১৯ সাল। দু'বার জিতেছিলেন ওয়ার্নার। একবার জিতেছিলেন কেন উইলিয়ামসন। আর আইপিএলের একটি সংস্করণে সবথেকে বেশি রানের নজির আছে বিরাট কোহলির ঝুলিতে। ২০১৬ সালের আইপিএলে ৯৭৩ রান করেছিলেন বিরাট। আর এখনও পর্যন্ত কোনও খেলোয়াড় ৯০০ রানের গণ্ডিই ছুঁতে পারেনি।
SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest
Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score,
BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens,
EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.
আইপিএলের পার্পল ক্যাপের পরিসংখ্যানের ইতিবৃত্ত: আইপিএলের প্রথম ১৭টি সংস্করণে একমাত্র ভুবনেশ্বর কুমার পরপর দু'বার বেগুনি টুপি বা পার্পল ক্যাপ জিতেছেন - ২০১৬ সাল এবং ২০১৭ সাল। দু'বার করে বেগুনি টুপি জিতেছেন ভুবনেশ্বর, ডোয়েন ব্র্যাভো এবং হার্ষাল প্যাটেল। একই দলে টানা তিনবার বেগুনি টুপি ছিল। ২০১৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে সেই নজির গড়েছিল চেন্নাই সুপার কিংস। তিনবার আইপিএল জিতলেও একবারও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোনও বোলার পার্পল ক্যাপ জেতেননি। ১৭ তম সংস্করণ পর্যন্ত একবারও পার্পল ক্যাপ জেতেননি সুপারস্টার জসপ্রীত বুমরাহ।
আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দল: সবথ💜েকে বেশি আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। দু'দলই পাঁচবার করে আইপিএল জিতেছে। ২০১০ সাল, ২০১১ সাল, ২০১৮ সাল, ২০২১ সাল এবং ꦕ২০২৩ সালে আইপিএল জিতেছে। মুম্বই আইপিএল জিতেছে ২০১৩ সাল, ২০১৫ সাল, ২০১৭ সাল, ২০১৯ সাল এবং ২০২০ সাল। পাঁচবারই ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। আর চেন্নাইয়ের পাঁচবারই ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল জিতেছে তিনবার।
পরিসংখ্যানে আইপিএল 2025 FAQ'S
কোন দলকে হারিয়ে নিলাম থেকে সুনীল নারিনকে দলে নিয়েছিল কেকেআর?
কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তুমুল লড়াই হয়েছিল। বাজিমাত করেছিল কেকেআর।
কেকেআর নেওয়ার আগে আন্দ্রে রাসেল আইপিএলের কোন দলে খেলতেন?
দিল্লি ডেয়ারডেভিলসে খেলতেন রাসেল। ২০১৪ সালের আইপিএলের আগে তাঁকে নিয়েছিল কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ইতিহাসে প্রথম কোচ ছিলেন কে?
জন বুকানন।
২০০৯ সালের আইপিএলে মাত্র ৩টি ম্যাচে জিতেছিল কেকেআর। কার বিরুদ্ধে?
কিংস ইলেভন পঞ্জাব, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।