নির্বা🦹চন কবে হবে, তার ঠিক-ঠিকানা নেই। এদিকে, বাংলাদেশে একের পর এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশের গুঞ্জন বেড়েই চলেছে। এবং সংশ্লিষ্ট সকল পক্ষেরই দাবি, 'ফ্যাসিবাদী' হাসিনা জমানার পতনের পর তাঁরাই বাংলাদেশকে নতুন করে গড়বেন! যেখানে সকল নাগরিক তাঁর ন্যায্য অধিকার লাভ করবেন।
এবার ঠিক এমনই দাবি সামনে রেখে নতুন রাজনৈতিক দল তৈরি করার কথা ঘোষণা করলেন আরও একজন। তবে, এবার এই ঘোষণা একটু ব্যতিক্রমী। কারণ, এই ঘোষণা করেছেন এক তরুণী! তাহলে কি এবার কোনও মহিলার নে💯তৃত্বে নতুন কোনও রাজনৈতিক দল পেতে চলেছে বাংলাদেশের মানুষ? সেটা অবশ্য আগামী ২৪ ঘণ্টার মধ্য়েই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
কারণ, বাংলাদেশি সংবাদমাধ্যম অনুসারে - আগামিকালই (বৃহস্পতিবার - ১৭ এপ্রিল, ২০২৫) নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। এবং সেই কাজটি কর⛦বেন ফতেমা তাসনিম। উল্লেখ্য, গতকালই (মঙ্গলবার - ১৫ এপ্রিল, ২০২৫) গণঅধিকার পরিষদের অন্যতম প্রধান সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তারপ🍷র নিজেই সেই ইস্তফাপত্র ফেসবুকে পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, 'ব্যক্তিগত কারণে' পদত্যাগ করছেন।
যদিও সংবাদমাধ্যমকে ফতেমা জানিয়েছেন, 'আগামী ১৭ এপ্রিল ঢাকার বনানীর শেরাটন হোটেলে সকাল ১০টায় আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন𝓀 এবং মানুষের অধিকার যেন আপামর জনগণ প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারি, এটিই হবে আমার নতুন রাজনৈতিক দলের প্রত্যয়, আমাদের মিশন ও ভিশন।'
এদিকে, বাংলাদেশের ꦫবর্তমান রাজনৈতিক মহলে নাকি ইতিমধ্যেই এই তরুণীকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে - ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহম্মদ রফিকুল আমিন নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। সেই দলেরই সদস্য সচিব পদে নাকি যোগ দেবেন ফতেমা। তবে, এসবই জল্পনা। আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।
আরও শোনা যাচ্ছে, নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে ১৭ এপ্রিল দিনভর ঢাকার বনানী এলাকায় অবস্থিত হোটেল শেরাটনে নানা অনুষ্ঠান হবে। যদিও নতুন দলের নাম এখনও প্রকাশ্যে আনা হয়ন🏅ি। তবে, সেই দলে যোগদান করার জন্য সমাজের সকল শ্রেণির মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, হাওয়া বদলের বাংলাদেশে বিরাট আড়ম্বরের মধ্য়ে দিয়ে আগেই আত্মপ্রকাশ করেছে 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি)। সম্প্রতি জাতীয়ꦯ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ঘোষণা করেন, তিনি একটি নতুন রাজনৈতিক দল আনতে চলেছে। যার নাম - 'ইউনাইটেড পিপলস বাংলাদেশ'। খুব সম্ভবত♚, সেই দলেরও আত্মপ্রকাশ ঘটবে চলতি এপ্রিল মাসেই। আর, এবার নতুন দল তৈরির ঘোষণা করলেন ফতেমা।