Viral News: রাত নটা বাজে। কিন্তু রাস্তাঘাট কিছুটা সুনসান। লোকজন কম। এর মধ্যেই এক মদ্যপ যুবক এসে হাত দেন মেয়েটির গায়ে। প্রথমে হকচকিয়ে গেলেও তার পরে সে পুলিশে অভিযোগ দায়ের করার ভয় দেখায়। এমনকি অভিযোগ দায়েরও করে। কিন্তু পুলিশের কথা বলার পরেও ওই ছেলেটির প্রত্যুত্তর রীতিমতো চমকে দিয়েছে মেয়েটিকে। এমনকী নেট দুনিয়া♏য় ভাইরাল ভিডিয়ো দেখার পর চমকে উঠেছেন নেটিজেনরাও।
ভিডিয়োতে ছেলেটিকে বলতে শোনা যায়, আমাকে জেলে পাঠালেও আমি ঠিক বেরিয়ে চলে আসব। অর্থাৎ পুলিশ, আইন কানুন ইত্যাদিকে মোটেই ভয় পায় না ওই মদ্যপ যুবক। দিল্লির শ꧃িবাজী মার্কেটের এই অভিজ্ঞতাই নেট দুনিয়ায় পোস্ট করেছেন ওই তরুণীটি। তাঁর কথায়, পুলিশ আইন কাউকেই ভয় নেই। স্বাভাবিকভাবে এই অবস্থায় প্রশ্ন উঠছে, দিল্লিতে এমন কথা যদি কেউ বলতে পারে, তাহলে মেয়েরা সেখানে কতটা নিরাপদ! ভিডিয়োটির সত্যতা হিন্দুস্তান টাইমস বাংলা যাচাই করেনি। পরে তরুণী তাঁর অ্যাকা🔯উন্ট থেকে মূল ভিডিয়ো ডিলিট করে দেন।