৭০ নাকি ১০০ সিসির বাইক,﷽ তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।💟 তবে পাকিস্তান সুপার লিগের চমক এমনই, কোনটি ছেড়ে কোনটি নিয়ে আলোচনা করবেন নেটিজেনরা, সেটাই বুঝে ওঠা মুশকিল।
আইপিএল ২০২৫-এর প্রতি ম্যাচেই মা🐻ঠের ধারে একটি TATA Curvv গাড়ি দাঁড় করানো থাকে, যেটি সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে দেওয়া🍰 হবে। তবে পাকিস্তান সুপার লিগের ম্যাচের সময় মাঠের ধারে একটি বাইক দাঁড় করানো থাকে, যেটি নিয়ে বিস্তর ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
যদিও আসল ঘটনা হল এই যে, মাঠের ধারে দাঁড় করানো বাইকটি ক্রিকেটারদের জন্য নয়, বরং টিকিট কেটে 𝔍স্টেডিয়ামে ঢোকা দর্শকদের মধ্য়ে ক🐓োনও একজন ভাগ্যবানকে পুরস্কার হিসেবে দেওয়ার জন্য রাখা থাকে।
সেই আলোচনা থামতে না থামতেই ফের নেটিজেনদের হাসির খোরাক হয়ে দাঁড়ায় পাকিস্তান সুপার লিগ। এবার চর্চার কেন্দ্রে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজি। গত ꧅শনিবার মুলতান সুলতানসের বিরুদ্ধে ম্যাচ ছিল করাচ🦂ি কিংসের। সেই ম্যাচে শুরুতে ব্যাট করে মুলতান সুলতানস ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ১০৫ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান।
আরও পড়ুন:- রোহিতের পরামর্শ শুনতেই চাননি জয়াবর্ধনে, কোচไের ইগোই ম্যাচ হারাতো মুম্বইকে, ক্ষোভ হরভজনের
পালটা ব্যাট করতে নেমে করাচি কিংস ৬ উইকেটে ২৩৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৩ বলে ১০১ রান করে ম্যাচের সেরা হন জেমস ভিনস। উল্লেখযোগ্য বিষয় হল, এমন মারকাটাܫরি ইনিংস খেলে দলকে ম্যাচ জেতানোর পরে সাজঘরে ফ্র্যাঞ্চাইজির তরফে বিশেষ পুরস্কার দেওয়া হয় ভিনসকে। সেই পুরস্কার নিয়েও সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। আসলে ভিনসকে এক্ষেত্রে একটি সস্তার হেয়ার ড্রায়ার দেওয়া হয় পুরস্কার হিসেবে।
ম্যাচ জেতানোর পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার দেওয়া নিয়ে এবার জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।🐼 কেউ কেউ মজা করে মন্তব্য করেন যে, বৃষ্টি এলে পিচ শুকোতে কাজে লাগবে। তাই ভেবে চিন্তে এই পুরস্কার দেওয়া হয়েছে। একজন আবার সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন এই যে, ভাগ্যিস ডারিল মিচেল ম্যাচ জেতায়নি। আসলে মিচেলের মাথায় চুল নেই। তাই তাঁর কোনও কাজেই লাগত না হেয়ার ড্রায়ার।
কেউ মন্তব্য করেন যে, পুজো প্যান্ডেলে পাড়ার মহিলাদের জন্য আয়োজিত 🐷গেম শো। কেউ মজা করে লেখেন যে, পরেরবার ম্যাচ জেতালে ভিনস নিশ্চিতভাবেই শ্যাম্পু বা সেভিং জেল পুরস্কার পাবেন। কেউ লেখেন, পরের বার লাঞ্চ বক্স নাকি মিক্সার? কেউ দাবি করেন 🥀যে, পরের ম্যাচে রুটি মেকার বা রাইস কুকার।
উল্লেখ্য, জে👍মস ভিনসের হাতে পুরস্কার হিসাবে যে হেয়ার ড্রায়ারটি তুলে দেওয়া হয়েছে, পাকিস্তানের মুদ্রায় সেটির দাম ১২৯০০ টাকা। ভারতীয় মুদ্রায় হেয়ার ড্রায়ারটির দাম ৩৯৫৬ টাকার মতো। পাকিস্তানের অনলাইন শপিং সাইটগুলিতে ডিসকাউন্ট দেওয়ার পরে সেটি যে দামে বিক্রি হচ্ছে, ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৩৫০০ টকার আসেপাশে।