১ বৈশাখ, ভাঃ ২৫ চৈত্র, ১৫ এপ্রিল, ১ বহাগ, সংবৎ ২ ব𝕴ৈশাখ বদি, ১৬ﷺ শওয়াল।
সূর্য্যোদয় ঘ ৫।২১, সূৰ্যাস্ত ঘ ৫।৫৪।
মঙ্গলবার, দ্বিতীয়া দিবা ঘ ৮।৪৪ মিঃ বিশাখানক্ষত্র রাত্রি ঘ ১।৬ মিঃ। অসৃকযোগ রাত্রি ঘ ৯।৫৪ মিঃ। গরকরণ💫, দিবা ঘ ৮।৪৪ গতে বণিজকরণ, রাত্রি ঘ ৯।৪১ গতে বিষ্টিকরণ।
জন্মে—তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয়বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী বৃহস্পতির দশা, সন্ধ্যা ঘ ৬।২৯ গতে বৃশ্চিকরাশি বিপ্রবর্ণ, রাত্রি ঘ ১।৬ গতে দেবগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশা। মৃতে—চতুষ্পাদদোষ, দিবা ঘ ৮।৪৪ গতে ত্রিপাদদোষ, রাত্রি ঘ ১।৬ গতে একপাদদোষ। যোগিনী—উত্তরে, দিবা ঘ ৮।৪৪ গতে অগ্নিকোণে। বারবেলাদি ঘ ৬।৫৫ গতে ৮।২৯ মধ্যে ও ১।১২ গতে ২।৪৬ মধ্যে। কালরাত্রি ঘ ৭।২০ গতে ৮।৪৬ মধ্যে। যাত্রা—নাই।
শুভকর্ম্ম— রাত্রি ঘ ৯।৪১ মধ্যে গর্ভাধান। বিবিধ♍—তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিণ্ডন দিবা ঘ ৮।৪৪ মধ্যে অনধ্যা𓂃য় ।
নববর্ষারম্ভ। নতুন খাতা পূজা। হালখাতা মহরৎ। বাংলা ১৪৩২ সাল আরম্ভ।
ধ্বজারোপণ। বাংলাদেশে শ্রীশ্রীভগবতী পূজা। হুগলীজেলার কোন্নগরে বাসি চ💧ড়ক পূজা ও মহামেলা। অসমে বহাগ বিহু বা রঙ্গালি বিহু উৎসব ৷
বঙ্গের উৎসব ও মেলা – মালদহে মানিকচাঁদ থানার অন্তর্গত ছোটধরমপুর গ্রামে ১লা বৈশাখ হইতে দুইদিনব্যাপী বাঁশুলীদেবীর বার্ষিক উৎসব (সিরুয়া উৎসব) মাসাধিক কালব্যাপী অনুষ্ঠিত হয়। পশ্চিমদিনাজপুরের হিলি থানার অন্তর্গত ত্রিকুলগ্রামে নবব উৎসব উপলক্ষ্যে প্রতি বৎসর এইদিনে চৌদ্দ হাত উচ্চ মৃন্ময়ী কালীমূর্ত্তি গড়িয়া সাড়ম্বরে সেনেরা গ্রামে হরিবাসর ও নববর্ষ উৎসব। বাঁকুড়া জেলান্তর্গত বিষ্ণুপুরে রাধাশ্যাম পূজা ও তিনদিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত জীউর মন্দির প্রাঙ্গণে নিতাইগৌর বিগ্রহের পঞ্চরাত্রব্যাপী উৎসব পালিত হয়। উত্তর ১৫🅷 দিনব্যাপী অনুষ্ঠিত হয়। কলকাতা যাদবপুরে শ্রীসত্যানন্দ অঙ্গণে পূজা ও সংকীৰ্ত্তন। দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারে কেশবেশ্বর শিবমন্দিরে গোষ্ঠবিহার উৎসব ও মেলা। বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত গোপালদাসপুর গ্রামে রাখাল সম্প্রদায়ের গোষ্ঠবিহার উৎসব অনুষ্ঠিত হয় ।
শকাব্দ: ১৯৪৭ সাল (নিরয়ণ সৌরবর্ষ) আরম্ভ। 💖ভাস্করাব্দ: ১৪৩২ বর্ষ আরম্ভ (অসম)। কল্যাব্দা: ৫১২৬ বর্ষ আরম্ভ। শিলহেনবা (মণিপুর)। বৈশাখাদী মেষাদি (তামিলনাড়ু)।
অমৃতযোগ—দিবা ঘ ৭।৪০ গতে ১০। ১৫ মধ্যে ও ১২।৫১ গতে ২।৩৫ মধ্যে ও ৩।২৭ গত🦩ে ৫।১১ মধ্যে এবং রাত্রি ঘ ৬।৪৭ মধ্যে ও ৯।০ গতে ১১।১১ মধ্যে ও ১।২৩ গতে ২।৫১ মধ্যে।
রাশিফল: মেষ নিকট ভ্রমণ। বৃষ উদাসীনতা। মিথুন ভোগবিল🐻াস। কর্কট অতিথি সমাগম। সিংহ শিরঃপীড়া। কন্যা আশাপূরণ। তুলা সদানন্দ। বৃশ্চিক মামলায় জড়িত। ধনু নীচ সংসর্গ । মকর গৃহবিবাদ। কুম্ভ ব্যবসায় উন্নতি। মীন বিশ্বাসহানি। গ্রহস্ফ🀅ুটের নক্ষত্র সংখ্যা-র১ চ১৬ ম৭ বু২৬ বৃ৫ শু২৫ শ২৫ রাইড কে১২।