বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান ওয়াকার উজ জামান সদ্য বক্তব্য রেখেছেন ঢাকার এক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও। ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারেꦦ ‘সম্প্রীতি ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে 💛আমন্ত্রিত হিসাবে ছিলেন সেদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। মঞ্চ থেকে বাংলাদেশের সম্প্রীতি প্রসঙ্গে বেশ কিছু বার্তা দেন ওয়াকার উজ্জামান।
আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘সম্প্রীতি ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান মঞ্চ থেকে রবিবার ওয়াকার উজ জামান বলেন,'গৌতম বুদ্ধের যেই নীতি—অহিংসবাদ ও সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা-বিদ্বেষবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই।' এরই সঙ্গে ওয়াকার উজ জামান বলেন,' আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। এই দেশ সবার। হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই।' পাশাপাশি সকলের মতকে শ্রদ্ধা জানানোর বিষয়েও একটি বক্তব্য রাখেন বাংলাদেশের সেনা প্রধান। অনুষ্ঠান মঞ্চ থেকে ভাষণে বাংলাদেশের সেনাপ্রধান বলেন,'আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না।' তাঁর সাফ বার্তা,' বিভিন্ন মত থাকতে পারে। অবশ😼েষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। একে অপরের বক্তব্য, মতামতকে যেন শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব।' একই সঙ্গে তিনি বলছেন,'কিন্তু আমাদের একে অপরের প্রতি যাতে শ্রদ্ধাবোধ থাকে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা জরুরি।' ওই অনুষ্ঠানে আলাদা করে ওয়াকার উজ জামান উল্লেখ করেন চট্টগ্রামের কথা। চট্টগ্রামে এককালে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ওয়াকার উজ জমানা বলেন,' আমরা চাই, পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয়, আমরা করতে রাজি আছি।' স্পষ্টবাক বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বলেন, ‘সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয়, সেটা আমরা করতে সব সময় সদা প্রস্তুত থাকব।’
অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি আরও বলেন, বাংলাদেশের সম্প্রীতি ভবনের জন্য ৬ থেকে ৭ কোটি ব্যয় হবে। বাংলাদেশের সেনাপ্রধান বলেন,'এটা আমরা করে দিচ্ছি।' প্রসঙ্গত, তাঁকে ঘিরে বাংলাদেশে অভ্যুত্থানের জল্পনা বেশ কিছুদিন ধরে চলার মাঝেই ওয়াকার উজ জামান সদ্য রাশিয়া সফর♛ থেকে বাংলাদেশে ফেরেন। এরপর একই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে দেখা গেল।