Mango Farming: গরমকাল শুরু হয়ে গেল দেখতে দেখতে। আর গরমের মরসুম মানেই বাজারের ন্যতম সেরা ফল আম। অনেকের বাড়িতেই আম গাছ রয়েছে। এই সময় ভালো ফলন পেতে গাছের কিন্তু সঠিক পরিচর্যা দরকার। ঠিকভাবে দেখভাল না করলে ডাহিয়া ও মধুয়া পোকার আক্রমণে বহু আম নষ্ট হয়ে ⛄যায়। কীভাবে গাছের যত্ন নেওয়া যায়, জানুন। আম গাছকে পোকা থেকে বাঁচাতে মাঝে মাঝে গাছে কীটনাশক স্প্রে করতে হয়। কিন্তু কখন কীটনাশক স্প্রে করবেন, সেটা জানা জরুরি।
আরও পড়ুন - ‘বিকল্প মঞ্চ গড়ে তুলেছি…’ ৬০তম ‘একক’-এর আগে ফসিলসের জনপ্রিয়তা নিয়ে𝓰ꦗ অকপট রূপম
কীটনাশক স্প্রে কখন কখন
প্রথম স্প্রে আম গাছে পোকা ধরার আগেই করা উচিত। তাই এখনও যদি না করে থাকেন, তবে স্প্রে করে ফেলুন। প্রথম স্প্রে একটি কীটনাশক দিয়ে করা উচিত। এমনভাবে স্প্রে করুন যাতে ওষুধটি গাছের বাকলের ফাটলে পᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚৌঁছে যায়। এতে পোকামাকড়ের উপর ঠিকমতো কাজ করে ওষুধ।
সর্ষের দানার মতো দাগ দেখলে
গাছের গায়ে সর্ষের দানার মতো দাগ দেখা দিলে দ্বিতীয় স্প্রে করতে হবে। এর জন্য কীটনাশকের সঙ্গে একটি ছত্রাকনাশক ওষুধ মিশিয়ে স্প্রে করতে হয়। এতে মঞ্জর পাউডারি মিলডিউ এবং অ্যানথ্রাকনোজ রোগ দেখা দেয় না আম গাছের শরীরে। এই দুই দ্রবণের মধ্যে আলফা 𒈔ন্যাফথাইল অ্যাসিটিক অ্যাসিডও যোগ করলে ফলন আরও ভালো হয়। রোগের কারণে বহু সময় আম ঝরে যায়। এই সমস্যাটি আর হয় না।
আরও পড়ুন - একইরকম দেখতে, তবুও নাকি ৩ গরমিল! বলতে পারবেন দুটো ছবির মধ্যে কী কী🌠 🥂তফাত?
লক্ষ রাখুন আমের মুকুলে
এরপর 🌃আরেকবার স্প্রে করা জরুরি। তৃতীয় স্প্রে করার সময় জানতে লক্ষ রাখুন আমের মুকুলের দিকে। এর আকার একটি কুলের সমান হয়ে গেলে তৃতীয় স্প্রে করে দিন। এবার🎐েও আলফা ন্যাফথাইল অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কীটনাশকের সঙ্গে মিশিয়ে নিন। এবার এই কীটনাশক ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়।