বাংলা নববর্ষ ১৪৩২ সালে কোন কোন রাশির ভাগ্যে প্রেম তুঙ্গে থাকতে পারে, তা নিয়ে জানবার আগ্রহ অনেকেরই আছে! জ্যোতিষমতের গণনায় দেখে নিন, পয়লা বৈশাখ থেকে শুরু হওয়া ১৪৩২ সাল আপনার কেমন কাটতে চলেছে প্রেমের দি♐ক থেকে। দাম্পত্য প্রেমই হোক, বা ডেটিং পর্যায়ের প্রেম, বাংলার নতুন বছরে আপনার প্রেমভাগ্যে কী রয়েছে, তা দেখে নিন রাশিফলে।
মেষ
বাং🦄লা বছর প্রেমের দিক থেকে কিছু ক্ষেত্রে ধাক্কা খেলেও সামলে নিতে হবে। সম্পর্কে যাঁরা ইতিমধ্যেই রয়েছেন, তাঁদের একটু সামলে চলতে হবে। সম্পর্কের যত্ন নিতে হবে।
বৃষ
বছরের কিছুটা সময় যাওয়ার পর প্র❀েমের ক্ষেত্রে ভালো কিছু দেকতে পেতে পারেন। সেক্ষেত্রে বন্ধুত্বও কারোর সঙ্গে ভালোর দিকে যেতে পারে। প্রেম নিয়ে বহু দিন কসরতের পর এবার পেতে পারেন সুখের দেখাা!
মিথুন
যাঁকে মনে মনে পছন্দ অথচ সে বন্ধু, সম্পর্ক বন্ধুত্বের থেকে এগোয়নি, এমন ক্ষেত্রে বাংলা ন꧂ববর্ষে কিছুটা লাভের মুখ দেখতে পাবেন। মে মাসের পর থেকে সময় ভালো কাটতে পারে প্🌟রেমে।
কর্কট
প্রেমিক-প্রেমিকাদের প্রেমে প্রীতি ও আনন্দ বৃদ্🅘ধি পাবে। নতুন কোনও প্রেমে সাফল্য পেতে পারেন। দাম্পত্যে কলহ একটু ব্যথা দেবে মনে।
সিংহ
সামান্য ধৈর্য ধরতে হবে প্রেমে। কিছুটা সময় গেলে তা ঠিক হয়ে যেতে পারে। তবে প্রেমে ফাটꦍল, সাময়িক ব্রেক আপ-এ বিচলিত হলে চলবে না।
কন্যা
বাংলা বছর জুড়ে মিশ্র ফল পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিরারা প্রেমের ক্ষেত্রে। ফলে কখনও ভালো🦂, কখ🍎নও আবার মন্দ ফলও পেতে পারেন।
তুলা
বাংলা নতুন বꩲছর ১৪৩২ কিন্তু আপনাদের জন্য ভালো কাটতে পারে প্রেমের ক্ষেত্রে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিলেই প্রেম জমে ক্ষীর হতে পারে!
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকাদের🔴 জন্য এই বছরটা মন্দ নয়। প্রেমের ক্ষেত্রে সৌভাগ্য থাকলেও থাকতে পারে তুঙ্গে। ফলে শুভ ফল পাওয়া যেতে পারে।
ধনু
প্রেম বা বন্ধুত্ব ঘিরে তেমন বেশি কিছু আশা না করাই ভালো। সেভাবে দেখতে গেলে, গতানুগতিক যেতে পারে এই র🌌াশির বাংলা বছরে প্রেমভাগ্য।
মকর
বছর শুরুর প্রথম দুই মাস শুভ ফলে🅺র মুখ দেখতে পারেন প্রেমের ক্ষেত্রে। তবে বছরের বাকি সময়টা ধৈর্য ধরতে হতে🌊 পারে প্রেমের জন্য।
কুম্ভ
একটা পরিবর্তন আসতে পারে প্রেমের জীবনে। ১৪৩২ সালের বাংলা বছরে একচা শুভ পরিবর্তন 🌜ঘটতে পারে আপনাদের প্রেমভাগ্যে। সেক্ষেত্রে নিতে পারেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
মীন
🐟এই বছরেও গতানুগতিক কাটতে পারে প্রেমজীবন। ফলে উল্🌸লেখযোগ্য কোনও পরিবর্তনের আশা না করাই ভালো।
(এই প্রতিবেদꦑনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)