Updated: 15 Jan 2025, 08:00 PM IST
Laxmishree Banerjee
আগামী দুই বছরের মধ্যে ভারতীয় নৌবাহিনীর হাতে থাকবে অন্তত ২০০টি বিভিন্ন শ্রেণির যুদ্ধজাহাজ। এমনটাই লক্ষ্য নির্ধারণ করেছে মোদী সরকার। বুধবার, ১৫ জানুয়ারি সে লক্ষ্যেই একধাপ এগিয়ে গেল কেন্দ্র। ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হল তিন অত্যাধুনিক 'মেড ইন ইন্ডিয়া' যুদ্ধজাহাজ আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাগশীর। আইএনএস সুরত, একটি শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ এটি। অন্যদিকে আইএনএস নীলগিরি একটি আধুনিক ফ্রিগেট, যার বৈশিষ্ট্যগুলি এটিকে নিরাপদ, উত্তাল সমুদ্রে টিকে থাকার ক্ষমতা দেয়। আর আইএনএস বাগশীর হল ফরাসি ন্যাভাল গ্রুপের সাহায্যে তৈরি সাবমেরিন, যা সাবমেরিন প্রযুক্তিতে ভারতের ক্রমবর্ধমান দক্ষতা তুলে ধরে।