🐼 বাঘিনী যেতেই পুরুলিয়ায় গত বেশ কয়েকদিন হল এন্ট্রি নিয়েছে এক বাঘ। এই বাঘ ঘুম উড়িয়েছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের। শুক্রবারেও টোপে মন গলেনি দক্ষিণরায়ের। সে এদিনও পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে নিজের ডেরাতেই ছিল। তবে বাঘের দেখা না মিললেও, বাঘের পায়ের ছাপের দেখা মিলেছে সদ্য বলে খবর। পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় তার পায়ের ছাপ দেখা গিয়েছে।
🎃ইতিমধ্যেই বাঘ ধরতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। আগের দিন যেখানে ট্র্যাপ ক্যােরা বসানো হয়েছিল, আজ সেখান থেকে সরিয়ে অন্যত্র বসানো হয়েছে ক্যামেরা। প্রসঙ্গত, যে বাঘ পুরুলিয়ায় প্রবেশ করেছে, তার গলায় কোনও রেডিও কলার নেই। ফলে তার হদিশ পাওয়া বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল থেকে রাইকা সংলগ্ন ভাঁড়ারী পাহাড়ের তিন দিক জাল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু করেছে বনদফতর। সবমিলিয়ে শতাধিক ক্যামেরা বসানোর হচ্ছে ডোরাকাটার গতিবিধি জানতে। এমনকি টোপ দিয়ে খাঁচার সংখ্যাও বাড়ানো হচ্ছে। জানা যাচ্ছে ৫ টি টোপের খাঁচাও বসানো হয়েছে।
🉐এদিকে, এরই মধ্যে এলাকায় কিছু মৃত পশু উদ্ধার হয়েছে বলে খবর আসতে থাকে। এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়। রাইকা সংলগ্ন কেন্দাপাড়া, যমুনাগোড়া, রাহেমদা, উদোলবনী সহ একাধিক গ্রামে আতঙ্কের মধ্যে পড়ে যান মানুষ। যদিও বনদফতরের দাবি, উদ্ধার হওয়া মৃত পশু অন্য কোনও হিংস্র জন্তুর শিকর হতে পারে। এদিকে, আজ নতুনভাবে রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারী পাহাড় জঙ্গলকে ঘেরা হয়েছে জাল দিয়ে। এদিকে, জাল দেওয়ায় বিভিন্ন নতুন সমস্যা দেখা যাচ্ছে, রাহামদা সহ একাধিক এলাকার বাসিন্দাদের।
𒅌এদিকে, বনদফতরের ৮ টি টিম জঙ্গলের অন্দরে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিশেষ দলও এই তল্লাশি অভিযানে রয়েছে। ভাঁড়ারী পাহাড় সহ বিভিন্ন জায়গায় বাঘের খোঁজে তল্লাশি চলছে। এক আধিকারিক জানিয়েছেন, উত্তর দিকে যাতে বান্দোয়ান, মুকুটমণিপুরে বাঘ যেতে না পারে তার জন্য সেই দিকে বেড়া দেওয়া হয়েছে। তিনি জানান গ্রামবাসীরাও যথেষ্ট সহায়তা করছেন। এদিকে, আগের দিন ছাগলের টোপ দেওয়া হলেও সেদিকে পা দেয়নি দক্ষিণরায়। তারপর শূকরেরও ব্যবস্থা করা হয়। তবে সেই টোপেও মন গলেনি এই বাঘের। বেশ কিছু মিডিয়া রিপোর্টের দাবি, কিছু দিন আগে ওড়িশা থেকে এসে ঝাড়খণ্ড সীমান্ত পার হয়ে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পার হয়ে বাঁকুড়ায় ধরা পড়া জিনাতের খোঁজেই সম্ভবত তার এই পুরুষ সঙ্গীর আগমন বাংলায়। আপাতত দিন কয়েক পেরিয়ে গেলেও পুরুলিয়ায় বাঘবন্দি খেলা অব্যাহত!