বিরাটদের ব্যাটিং ব্যর্থতার জের! টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগে আসছে নয়া কোচিং স্টাফ? বার্তা গৌতিকেও?
Updated: 16 Jan 2025, 07:30 AM ISTভারতীয় দলের কোচের পদে যখন গৌতম গম্ভীর এসেছিলেন তখন তাঁর দাবি ছিল তাঁকে তাঁর মতো করে কাজ করতে দিতে হবে। পছন্দ মতো সহকারী বাছতে দিতে হবে। অবশ্য তাঁর পছন্দে যে এমন হবে সেটা ধারণা ছিল না বিসিসিআইয়ের। মর্নি মর্কেল ছাড়া বাকি যে সাপোর্ট স্টাফদের তিনি বেছে নেন, তাঁরা আদৌ ভারতীয় দলের যোগ্য কিনা প্রশ্ন রয়েছে
পরবর্তী ফটো গ্যালারি