৪৭১ দিন বন্দি থাকার পর আজ হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন তিন ইজরায়েলি মহিলা। সেই তিন বন্দির একটি ভিডিয়ো প্রকাশ করেছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। তাতে দেখা গিয়েছে, অপহৃত মহিলাদের হাতে গিফট হ্যাম্পার তুলে দিয়েছে হামাস। সেই গিফট ব্যাগে 'স্মৃতি' আছে। অন্যান্য বন্দিদের ছবি আছে সেই ব্যাগে। সেই ব্যাগের ওপরে হামাসের লোগো আঁকা আছে। এদিকে মুক্তি পাওয়া তিন মহিলার হাতে 'মুক্তির সার্টিফিকেট' তুলে দেয় হামাস। এদিকে ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই তিন ইজরায়েলিকে গাজার সড়কে ঘোরানো হয়েছে গাড়ি করে। সেই সময় প্যালেস্তিনীয়রা গাড়ির কাচে আঘাত করে এবং আরবি ভাষায় স্লোগান দিতে থাকে। পরে রেড ক্রসের কনভয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। (আরও পড়ুন: ✱জেলে ক্যারম খেলল সঞ্জয় রায়, আরজি কর কাণ্ডে দোষীর রাত কেমন কাটল?)
আরও পড়ুন: 🦄নাবালিকা থাকাকালীন দলিত কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ৫৯ জন! গ্রেফতার তার মধ্যে ৫৭
আরও পড়ুন: 🦩মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি, বিস্ফোরণে শ্বাসনালী সহ পুড়েছিল দেহের ৭৪%
জানা গিয়েছে, হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ইজরায়েলি বন্দিরা হলেন - নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত রোমি গোনেন (২৪) এবং কিব্বুটজ কাফার আজা থেকে অপহৃত এমিলি দামারি (২৮) ও ডোরন স্টেইনব্রেচার (৩১)। হামাসের হাত থেকে মুক্তি পাওয়া তিন বন্দি প্রাথমিক শারীরিক পরীক্ষা করবে ইজরায়েলি বাহিনী। এই নিয়ে প্রতিরক্ষা দফতর একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়েছে, 'মুক্তি পাওয়া তিন বন্দি ইজরায়েলি ভূখণ্ডে ফেরার পর ইজরায়েলি ডিফেন্সফোর্সের বিশেষ একটি দল এবং আইএসএ বাহিনী তাঁদের নিয়ে যাবে। তাঁদের প্রাথমিক চিকিৎসা এবং শারীরিক পরীক্ষা করা হবে।' (আরও পড়ুন: 🍌ঊষার বহু আগে 'জনপ্রিয়' হন তাঁর পিসি-ঠাম্মা, মার্কিন সেকেন্ড লেডিকে বললেন…)
আরও পড়ুন: ꦅতৃতীয় বিশ্বযুদ্ধ কত কাছে… প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগে বড় দাবি ট্রাম্পের
অপরদিকে ইজরায়েলি বন্দিদের মুক্তির পর প্যালেস্তিনীয়দের মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করে ইজরায়েল। ইজলায়েল অধিকৃত পশ্চিম তীরে প্যালেস্তিনীয় বন্দিদের নিয়ে দাঁড়িয়ে ছিল একাধিক বাস। এই আবহে হামাস জানায়, ৩ ইজরায়েলিকে মুক্তির বিনিময়ে ৬৯ জন নারী এবং ২১ জন প্যালেস্তিনীয় কিশোরকে মুক্তি দিয়েছে ইজরায়েল। এদিকে যুদ্ধবিরতি শুরুর পরই গাজায় প্রবেশ করে ৬৩০টি ত্রাণ বহনকারী ট্রাক। (আরও পড়ুন: 🥀কয়েক ঘণ্টায় ফের টিকটক চালু আমেরিকায়, ট্রাম্পকে ধন্যবাদ জানাল চিনা প্ল্যাটফর্ম)
আরও পড়ুন: ꧒বাংলাদেশের মেডিক্যাল প্রবেশিকায় প্রথম সুশোভন, ফল বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাকায়
♕উল্লেখ্য, এর আগে কাতারের দোহায় দীর্ঘ ৯৬ ঘণ্টার আলোচনার পরে এই যুদ্ধবিরতির জন্যে ইজরায়েল এবং হামাসকে রাজি করানো হয়। প্রাথমিক ভাবে ৬ সপ্তাহ এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এখনও গাজায় প্রায় ৯০ জনের বেশি ইজরায়েলি বন্দি আছে হামাসের হাতে। যদিও তাঁদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে এই দফায় ৩৩ জন ইজরায়েলিকে মুক্তি দেওয়ার কথা হামাসের। তার মধ্যে তিনজনকে আজ ছাড়ে প্যালেস্তিনীয় গোষ্ঠী।