গত ১১ বছরে সীমান্তে নাকি প্রায় ৩০০ বাংলাদেশি প্রাণ হারিয়েছে বিএসএফের গুলিতে। এমনই দাবি করা হয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রের। কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪-২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তগুলোয় বিএসএফের গুলিতে ২৮৯ জন নিহত হয়েছেন। এদিকে রবিবারই বিএসএফের গুলিতে জখম হয়েছিলেন এক বাংলাদেশি পাচারকারী। ঘটনাটি ঘটেছে কোচবিহার-লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে। জখম বাংলাদেশির নাম শহিদুল ইসলাম, বয়স ৪২ বছর। জানা গিয়েছে, বাংলাদেশি এই পাচারকারীকে ভারতের ভূখণ্ডেই গুলি করে বিএসএফ। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, কোচবিহারের ময়নাতলি গ্রামে এই ঘটনাটি ঘটে। (আরও পড়ুন: ♋এবার বাংলার আরও এক নয়া রুটে বসতে পারে রেললাইন, শুরু হল সমীক্ষা)
আরও পড়ুন: ไন্যূনতম EPS পেনশন ৭.৫ গুণ বাড়ানো হতে পারে কেন্দ্রীয় বাজেটে? বড় দাবি রিপোর্টে
এই ঘটনার পরে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। এই নিয়ে শমসেরনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গির আলম বলেন, 'আহত ব্যক্তি গরু 'পারাপারকারী'। এই ঘটনায় রবিবার ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যরা উপস্থিত ছিলেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।' এদিকে জানা গিয়েছে, শহিদুল ইসলাম ছাড়াও আরও ৪-৫ জন ব্যক্তি ভারতের কোচবিহারের মাথাভাঙ্গায় অনুপ্রবেশ করেছিল গরু পাচার করার জন্যে। ভারতের গরু পাচারকারীরা শহিদুলদের সাহায্য করে বলে অভিযোগ। (আরও পড়ুন: ✱রুশ তেলে আরও কঠোর নিষেধাজ্ঞা আমেরিকার, ভারতের জ্বালানি রফতানিতে লাগবে 'ঝটকা'?)
আরও পড়ুন: 🐬চলতি বছরে ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করবে TCS, সব স্তরে AI দক্ষতা চায় IT সংস্থাটি
✃বিগত দিনে বাংলাদেশ সীমান্তে বহু বাংলাদেশি পাচারকারী বিএসএফ-এর গুলিতে প্রাণ হারিয়েছে। সেই দেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে মাদক পাচারের চেষ্টা হোক কি ভারত থেকে গরু, সোনা পাচারের চেষ্টা, দৃঢ় ভাবে সেই সব রুখে দিয়েছে বিএসএফ। এই আবহে প্রশ্ন উঠছে, বাংলাদেশি পাচারকারীদের হয়ে কেন সওয়াল করছে বিজিবি? উল্লেখ্য, বিএসএফ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে ১১ হাজার ৮৬৬ কেজি মাদক উদ্ধার হয়েছে। ১৪টি অস্ত্র উদ্ধার হয়েছে। ২২ পাচারকারীকে খতম করা হয়েছে। এবং ৪১৬৮ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সীমান্তে পাচারের সময় উদ্ধার হয়েছে ১৩০০ কোটি মূল্যের ১৭৩ কেজি সোনা এবং ১৭৯ কেজি রুপো। এদিকে সম্প্রতি আবার বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি হিন্দু নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ, উত্তর দিনাজপুর, ত্রিপুরা থেকে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।