Viral News: অনলাইনে প্রতারণার নতুন নত♊ুন ফাঁদ আবিষ্কার করে চলেছে প্রতারকরা। আর এই ফাঁদেই পা দিয়ে হাজার হাজার টাকার লোকসান করে বসেন অনেকে। সম্প্রতি এমনই এক ফন্দি এঁটে বোকা বানাতে চেয়েছিল এক প্রতারক। এক কিশোরীকে। কিন্তু কিশোরীই উল্টে তাঁকে বোকা বানিয়ে দিল। শুধু তাই নয়, গোটা কথোপকথনের ভিডিয়ো রেকর্ডিং করে নেট দুনিয়ায় পোস্ট করে সে। সম্প্রতি তার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রতারকের ফাঁদ বুঝে ওই কিশোরী শুধু নিজেকে বাঁচিয়েছে, তাই নয়। উল্টে প্রতারককেই ঠকিয়েছে রীতিমতো। যার ফলে প্রতারকও বলতে বাধ্য হয়েছেন — ‘মান লিয়া’!
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে একটি তরুণী কথা বলছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে ভিডিয়োতে লোকটির ফোন নম্বর দেখা যাচ্ছে। ফোনে তিনি নিজেকে বাবার বন্ধু বলে পরিচয় দেন। তাঁর কথায়, কিশোরীর বাবার কিছু পাওনা ছিল। সেই টাকাই তিনি কিশোরীকে পাঠাচ্ছেন। এই বলে মেসেজে টাকার অঙ্ক লেখা টেক্সট মেসেজ পাঠাতে থাকেন। সাধারণত এই ধরনের মেসেজ কোনও অনলাইন লেনদেন হলে আমাদের ফোনের টেক্সট মেসেজে আসে। কিশোরীটি প্রথমেই বুঝে ফেলে লোকটির ফন্দি। মোট ১২ হাজ♒ার পাঠানোর নাম করে ওই ভদ্রলোক দুবারে মোট ৩০ হাজার টাকার মেসেজ পাঠিয়ে দেন। তারপর দাবি করেন, ভুল করে অতিরিক্ত ১৮ হাজার টাকা চলে গিয়েছে। এই সময় তিনি কিশোরীকে বলেন, তোমার ফোনপে খুলে আমাকে ১৮ হাজার টাকা ফেরত পাঠিয়ে দাও। তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে।
কী করল কিশোরী?
কিশোরীও বুদ্ধি করে ওই টেক্সট মেসেজ কপি করে টাকার অঙ্ক পাল্টে ১৮ হাজার লিখে মেসেজটি পাঠিয়💎ে দেন। মেসেজটি পাঠিয়ে কিশ📖োরী বলেন, কী টাকাটা পেয়েছেন তো! তখনই প্রতারক বলতে বাধ্য হন ‘মান গ্যায়া আপকো’ অর্থাৎ (তোমার বুদ্ধি আছে) স্বীকার করলাম!
নেটিজেনদের মন্তব্য
প্রতারককেই এমন নাস্তানবুদ করতে পেরে স্বভাবতই উল্লাসে ফেটে পড়েন ওই কিশোরী। পাশাপাশি তিনি ভিডিয়োতে সকলের উদ্দেশ্যে বার্ত🥀া দেন, দেখতেই পেলেন, কীভাবে আমার সঙ্গে প্রতারণা হচ্ছিল। আপনারাও সতর্ক থাকুন। 🥃এমন কল এলে নিশ্চিত না হয়ে কখনই টাকা পাঠাবেন না। প্রসঙ্গত কিশোরীর এই উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন নেটিজেনদের অনেকে। প্রতারককে হার মানানোর কায়দা দেখে অনেকেই বুদ্ধির তারিফ করেন কিশোরীটির। ভিডিয়োটি প্রচুর পরিমাণে শেয়ারও হয়েছে নেট দুনিয়ায়।