কেউ চাইলেন বউ হতে, কেউ বা চাইলেন পুরুষের অধিকার নিশ্চিত করতဣে। পয়লা বৈশাখে কী চান, প্রশ্ন উঠতেই উত্তর এল খাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজর কাড়ল নানান চাওয়া-পাওয়ারা। পয়লা বৈশাখে বর্ষবরণে মেতে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে নজরে এল এক ব্যতিক্রমী আয়োজন। বাংলার ইতিহাস ঘেরা সে আয়োজন। এদিন, নববর্ষকে স্বাগত জানিয়ে ‘বর্ষবরণ শামিয়ানা ১৪৩২’ উপলক্ষে ‘ভালো কাজের হালখাতা’ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ।
‘ভালো কাজের হালখাতা’ ঘিরেই যত চাওয়া পাওয়াদের আনাগোনা
‘ভালো কাজের হালখাতা’র বোর্ডের দুই পাশে দু' টি জায়গা। বামদিকে লেখা ছিল ‘যাহা পাইতে চাই’, ডানদিকে ‘যাহা হারাতে চাই’। সে স্থানে আসা মানুষের ঢল এরপর নিজ নিজ চাওয়া পাওয়ার কথা লিখতে থাকে। নানা ধরনের রঙের কালিꦰতে নানান রকমের চাওয়া পাওয়া। কেউ লিখেছেন, নতুন বছরে মিষ্টি একটা বউ চাই’, আবার কেউ লিখেছেন। আবার কেউ বললেন বউ হতে চাই। কেউ কেউ আবার বিবাহ ভাতা চাইতেও ভুললেন না। বেশিরভাগই যদিও মনের মানুষটিকে পাওয়ার কথাই বলে গিয়েছেন। অনেকে আবার ছিলেন নিজ অধিকার প্রসঙ্গে সচেতন। তাই লিখলেন, বউয়ের ফ্যাসিবাদ মুক্ত যাক। আবার কারও কথায় পুরুষের অধিকার সুনিশ্চিত হোক।
রাজনৈতিক গন্ডিও পেরিয়ে গেল চাওয়া পাওয়ারা
নববর্ষে বাংলাদেশের রাজনীতি নিয়েও ‘ভালো কাজের হালখাতা’য় সরব অনেকেই। একজন🔯 লিখেছেন, নির্বাচন চাই। কেউ বা লিখলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চাই। রহস্য করা মানুষেরও এদিকে অভাব নেই। একজন লিখেছেন, ইদের পরে আন্দোলন। আবার কেউ, আপার ফাঁসিও চেয়ে গিয়েছেন। শান্তি কামনায় উঠে এসেছে নানান ইচ্ছেরা। কেউ কেউ লিখেছেন, দেশে শান্তি চাই, নদীদূষণ বন্ধ চাই। মানবিকতার ছাপ দিয়েছেন একজন। লিখেছেন, গরিবের পেটে ভাত আর মাথায় একটা ছাদ চাই। কারও ভাষায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, প্রতিহিংসার রাজনীতি হারাতে চাই, সৎ লোকের শাসনব্যবস্থা চাই। নিরাপত্তার দাবিও উঠেছে। লিখেছেন, নিরাপদ সড়ক চাই, পরিবেশদূষণ বন্ধ চাই।
প্রসঙ্গত, কোথাও ব্যতিক্রমী মানুষের আনাগোনা বন্ধ হয় না। এমনই প্রমাণ দিয়ে, ‘ꩲভালো কাজের হালখাতা’য় নজর টেনেছে ব্যতিক্রমীদের আবেগ, লেখনি। যা হারাতে চাই-এর জায়গায় একজন লিখেছেন‘বেকারত্ব হারাতে চাই। আবার কেউ সম্ভবত মজা করেই লিখেছেন, বর্তমানকে হারাতে চাই’। কেউ কেউ আবার একজন লিখেছেন, সকল রাগ ও দুঃখ এবং ভাব দেখানো মানুষদের হারাতে চাই।