♊ ২০২৪ সালের ১১ ডিসেম্বর অর্থাৎ ঠিক একমাস আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়া কাশ্যপ। শেন গ্রেগোয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। বিয়ের সমস্ত ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। তবে এবার আরও বেশকিছু মুহূর্ত দেখা গেল আলিয়ার পোস্ট করা একটি ভিডিয়ো থেকে।
💃বিয়ে ঠিক এক মাসের মাথায় আলিয়া তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে বিয়ের সমস্ত ছোট ছোট মুহূর্ত দেখতে পাওয়া যায়। ১৯ মিনিটের এই ভিডিয়োয় মেহেন্দি, হলদি, ককটেল পার্টি, বিবাহ এবং প্রত্যেকটি ছোট ছোট আনন্দের মুহূর্ত তুলে ধরা হয়।
ℱআলিয়ার এই ভিডিয়োয় আলিয়ার শ্বশুরবাড়ির সকলকে ভারতীয় বিয়ের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে দেখা যায়। কেউ বলিউডের গানের তালে তালে নাচ করছেন, কেউ আবার মেহেন্দি পরছেন। বন্ধুর বিয়েতে আনন্দ করতে দেখা যায় আলিয়ার বন্ধুদের। পিছিয়ে থাকেন না শেনের বন্ধুরাও। কখনও তাঁদের এক সঙ্গে পার্টি করতে দেখা যায় কখনও আবার নাচ করতে।
♐তবে এই ভিডিয়োয় সব থেকে আবেগঘন মুহূর্ত দেখা যায় যখন মেয়েকে জড়িয়ে ধরে কাঁদেন অনুরাগ। শুধু তাই নয়, প্রাক্তন স্ত্রী তথা আলিয়ার মা আরতি বাজাজের কাঁধে মাথা দিয়েও কাঁধে দেখা যায় অনুরাগকে। যতই বিচ্ছেদ আসুক না কেন, মেয়ের বিয়েতে একজোট হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী-স্ত্রী।
𒊎তবে শুধু আরতি নন, অনুরাগের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিনকেও দেখা যায় বিয়ের অনুষ্ঠানে আনন্দ করতে। সমস্ত পুরনো বিবাদ মিটিয়ে সৎ মেয়ের বিয়েতে আনন্দ করে তিনি নিজেকে একজন উঁচু মনের মানুষ হিসাবে প্রমাণ করেন।
আরও পড়ুন: ꧋কখনও আমিষ-মদ ছোঁননি! ৫১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস সোনু সুদের,রইল সিক্রেট ডায়েট
আরও পড়ুন: 🐼মুম্বই মেরি জান! মায়ানগরীকে ঘিরে ট্রিলজির ভাবনা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ খ্যাত পায়েল কাপাডিয়ার
꧙আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন ববি দেওল, নাগা চৈতন্য, নওয়াজুদ্দিন সিদ্দিকী, মনোজ বাজপেয়ী এবং ইমতিয়াজ আলি সহ আরও অনেকেই। মেয়ের বিয়ে দিয়ে কন্যা দায়গ্রস্ত পিতা অনুরাগ আপাতত রয়েছেন ছুটির মেজাজে।