🐻 ভারতীয় দলের বর্তমান যুগের তারকাদের মধ্যে অন্যতম যশস্বী জসওয়াল। ২০২৪এর ইংল্যান্ড সিরিজেই তিনি বুঝিয়েছিলেন, শুধু টি২০ ওডিআই নয়। টেস্ট ক্রিকেটটাও তিনি খুব খারাপ খেলেননা। ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়া সিরিজেও তিনি রানের নিরিখে দুই দলের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন দ্বিতীয় স্থানে।
💙আরও পড়ুন-ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FSDLর দিকেই তাকিয়ে মোহনবাগান
൲ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাসকর সিরিজে কার্যত পর্যুদস্ত হয়েছে। কারণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা ৩-১এ জিতেছে। আরেকটু হলেই গাব্বায় টেস্টও হারতে হত টিম ইন্ডিয়াকে, যদি বৃষ্টি এসে ভারতের সুবিধা না করে দিত। গাব্বায় ফলো অন সেভের পর বিরাট, গম্ভীরদের আনন্দটাই বলে দিচ্ছিল, অস্ট্রেলিয়ায় এবারে ভারতীয় দলের অবস্থা কতটা করুণ ছিল।
✤আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
যশস্বীর প্রশংসায় ইংরেজ-অজিরা-
🍬কিন্তু তার মধ্যেও লড়ে যান যশস্বী জসওয়াল। সেই কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও প্রশংসা কুড়িয়ে নিলেন এই বাঁহাতি ওপেনার। পার্থ টেস্টে শতরান করা এই ব্যাটার ধারাবাহিকতা দেখিয়েছেন ব্যাট হাতে। ১০ ইনিংসে তিনি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৩৯১ রান করেছেন। একাধিক অর্ধশতরান রয়েছে। শতরান তো করেছেনই। সিরিজ হারের পর যশস্বী জসওয়ালের করা পোস্টে প্রশংসা করলেন ইংরেজ, অজি তারকারা।
আরও পড়ুন-ඣপিঠে খিঁচ মনে হচ্ছে না! বুমরাহর চোট নিয়ে ভারতীয় শিবিরের অন্দরের খবরে অবিশ্বাস পন্টিংয়ের
যশস্বীর প্রশংসায় খোয়াজা-
𝓡অস্ট্রেলিয়ায় নিজের কিছু ছবি দিয়ে যশস্বী জসওয়াল একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘অনেক কিছু শিখেছি অস্ট্রেলিয়ায়। দুর্ভাগ্যবশত আমাদের দিকে ফলাফল আসেনি। কিন্তু আমরা আরও শক্তিশালীভাবেই ফিরে আসব ’। এরই পাল্টা তাঁর পোস্টে কমেন্ট করেছেন অজি ওপেনার উসমান খোয়াজা। তিনি লিখেছেন, ‘ভাই, তোমার কাজ খুব ভালো লেগেছে (সঙ্গে কিছু ইমোজি দেন) ’।
মাইকেল ভন প্রশংসা করলেন-
🐽অজি ওপেনারের পাশাপাশি যশস্বীর লড়াকু পারফরমেন্সের প্রশংসা করেছেন ইংরেজদের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তিনি লিখেছেন, ‘তুমি একজন সুপারস্টার। তোমার খেলা দেখতে আমার খুবই ভালো লেগেছে ’।
WTCতে দুরন্ত যশস্বী-
﷽ভারতীয় দলের সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে যশস্বী জসওয়াল খেলেছেন ১৯টি টেস্ট ম্যাচ। তাতে তিনি রান করেছেন ১৭৯৮। ব্যাটিং গড় প্রায় ৫৩। কেরিয়ারের শুরুর নিরিখে তাঁর পারফরমেন্স বেশ ভালো। জো রুটের অত্যন্ত ভালো চ্যালেঞ্জার হয়ে উঠছেন যশস্বী টেস্টে।