PBKS ম্যাচে হারের দায় রাহানেই নেবেন! ধাক্কা সামাল দিতে পারবে তো KKR? প্রশ্ন কিউয়ি তারকার
1 মিনিটে পড়ুন Updated: 16 Apr 2025, 03:00 PM IST- পঞ্জাব কিংসের বিরুদ্ধে অত্যন্ত হতাশাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে। মাত্র ১১২ রানের লক্ষ্যমাত্রাও তাড়া করতে ব্যর্থ হয়েছে রাহানের দল। যুজবেন্দ্র চাহালের চমৎকার বোলিং-এর কাছে মাত্র ৯৫ রানে অলআউট হয়েছে নাইট রাইডার্স। এই ম্যাচ কেকেআর সহজেই জিততে পারত এবং তাদের NRR বাড়িয়ে নিতে প💃ারত সহজেই। কিন্তু পরিবর্তে তারা একটা বড় পরাজয়ের ধাক্কা খেয়েছে, যার ফলে তাদের আত্মবিশ্বাস ধাক্কা খেতে পারে෴।
কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে ম্যাচের পর স্বীকার করেছেন যে অক অল্প রান তাঁর দলের সহজেই তাড়া করে নেওয়া উচিত ছি♛ল। কিন্তু ব্যাটাররা তাদের বেপরোয়া মনোভাব দেখাতে গিয়েই মূল্যবান ২ পয়েন্ট হারিয়েছে। অবশ্য হারের জন্য নিজেই রাহানে দায় স্বীকার করে নিয়েছেন। তবে যেটা সমস্যা হল, সেটা হচ্ছে কেকেআরের প্লে অফে যাওয়ার রাস্তাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে আসতে আসতে।
হারের দায় নেবেন রাহানেই
নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল মনে করেন যে কেকেআরের ব্যাটাররা নিজের পারফরমেন্স হতাশ এবং অধিনায়ক রাহানে এক্ষেত্রে হারের দায় নিজের কাঁধে নিয়ে ক্রিকেটারদের চাঙ্গা রাখার চেষ্টা করবেন। ক্রিকবাজকে দꦇেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন, ‘এই ম্যাচটা ক🌞িন্তু কেকেআরের জেতা উচিত ছিল। সেটা ড্রেসিংরুমে বসে ক্রিকেটাররা ভাবছেন হয়ত এখন। আর রাহানে হয়ত দলের হারের দায় নিজের ওপরই নিচ্ছে ’।
পালিয়ে যাওয়ার ছেলে নয় রাহানে
এরপর কিউয়ি তারকা জানিয়ে দেন, রাহানে যে ধরণের চরিত্র, তাতে তিনিই দলকে চাঙ্গা করার দায়িত্ব নেবেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে রাহানে যে ধ๊রণের চরিত্র তাতে ও হারের পর পালিয়ে যাওয়ার বা মুখ লুকোনোর ছেলে নয়। আমার মনে হয় ও নিজেই এই হারের দায় নেবে। শুধু দলের হারের জন্য কিন্তু নয়, নিজের আউটের ক্ষেত্রেও রিভিউ না নেওয়ার জন্য। কারণ প্রথমে ৭ রানে ২ উইকেট হারানোর পর ওদের দুজনের ওপরই দায়িত্বটা ছিল। আর ওরা ভালোভাবেই রান তুলছিল, ওদের মধ্যে জুটিও ক্লিক করে গেছিল। কিন্তু সেখান থেকেই কেমন যেন একটা ধাক্কা খেয়ে গেল ’
কেকেআর ঘুরে দাঁড়াবে
নাইটদের কামব্যাকের বিষয় অবশ্য বেশ আশাবাদী কিউয়ি তারকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিয়ে তাঁর মত, ‘কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা ম্যাচ হারলেই পরের ম্যাচে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এই ধ꧂রণ🌼ের হার অনেক সময় মনোবলকে ধাক্কা দেয়। তাই সময়ই বলবে যে পরের ম্যাচে কেকেআরের ক্রিকেটাররা এই হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারে কিনা ’।