দিল্লি ক্যাপিটালসের বিরুদ👍্ধে গত ম্যাচে কার্যত হারতে হারতে জেতে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মতো শক্তিশালী দলকে দাপটের সঙ্গে পরাজিত করেন হার্দিক পান্ডিয়ারা। উল্লেখযোগ্য বিষয় হল, মুম্বই এই ম্যাচে মোটেও নিখুঁত ক্রিকেট উপহার দিতে পারেনি। বিশেষ করে এমআই-এর গ্রাউন্ড ফিল্ডিং ভালো হয়নি একেবারেই। যদিও একাধিক ক্যাচ ছেড়েও ম্যাচ জেতে মুম্বই।
সানরাইজার্স হায়দরাবাদ প🐭ঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে যে রকম বিধ্বংসী ব্যাটি♛ং পারফর্ম্যান্স উপহার দেয়, তাতে মনে করা হচ্ছিল যে, ওয়াংখেড়েতে হাই-স্কোরিং ম্যাচ খেলা হবে। তবে মুম্বইের বিরুদ্ধে ব্যাট চালানো তো দূরের কথা, বরং খোলস ছেড়ে বেরোতেই পারেননি ট্র্যাভিস হেডরা। ফলে বড় রানের ইনিংস গড়া সম্ভব হয়নি হায়দরাবাদের পক্ষে। পালটা ব্যাট করতে নামা মুম্বই ইন্ডিয়ান্স দলগত পারফর্ম্যান্সে ভর করে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ওয়াংখেড়েতে টস 🦹জিতে সানরাইজার্সকে ব🌃্যাট করতে পাঠান মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারেই হায়দরাবাদের দুই ওপেনার জীবনদান পান। অভিষেক শর্মা ম্যাচের প্রথম বলেই বেঁচে গিয়ে শেষমেশ ২৮ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৭টি চার মারেন।
অপর ওপেনার ট্র্যাভিস হেড ৩টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৮ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। ইশান কিষান🍒 ২ রান করে মাঠ ছাড়েন। ২১ বলে ১৯ রানের ধীর ইনিংস খেলেন নীতীশ রেড্ডি। তিনি ১টি চার মারেন। ২৮ বলে ৩৭ রান করেন এনরিখ ক্লাসেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন অনিকেত বর্মা। ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ৮ রান করে নট-আউট থাকেন প্যাট কামিন্স।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩ ওভারে ১৪ রান খরচ করে ২টি উইকেট নেন উইল জ্যাকস। ৪ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নে🌊ন জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ৪২ রান খরচ করে ❀১টি উইকেট পকেটে পোরেন হার্দিক পান্ডিয়া।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৮.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ 𒀰জেতে মুুম্বই। এই জয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট দাঁড়ায় ৭ ম্যাচে ৬। যদিও তারা লিগ টেবিলের ৭ নম্বরেই থেকে যায়। হেরেও নয় নম্বরেই নিজেদের জায়গা ধরে রাখে সানরাইজার্স হায়দরাবাদ। ৭ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট।
মুম্ব✃ইয়ের হয়ে ২৬ বলে ৩৬ রান করেন উইল জ্যাকস। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৬ বলে ২৬ রান করেন রোহিত শর্মা। তিনি ৩টি ছক্কা মারেন। ২৩ বলে ৩১ রান করেন রায়ান রিকে🌊লটন। তিনি ৫টি চার মারেন। ১৫ বলে ২৬ রান করেন সূর্যকুমার যাদব। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া উভয়েই ২১ রান করে সংগ্রহ করেন।
হায়দরাবাদের হয়ে বল হাতে একা লড়াই চালান ক্যাপ্টেন প্যাট কামিন্স। তিনি ৪ ওভꦛারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ৪ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট নেন ইশান মালিঙ্গা।