থাইল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাꦡপ কোয়ালিফায়ারের ম্যাচে কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান করে দুর্দান্ত এক জাতীয় রেকর্ড গড়েছেন নিগার সুলতানা। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন পরিণত হন ওদেশের দ্রুততম ওয়ান ডে শতরানকারীতে।
তবে এই ম্যাচেই আরও এমন একটি অনবদ্য নজির গড়েন নিগার, যা ক্রিকেটবিশ্বে আর কারও নেই। এমনকি অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশগুলির কোনও মহিলা ক্রিকেটার যে কৃতিত্ব অর্জন করতে পারেননি, তেমনই বিশ্বরেক🃏র্ড গড়েন নিগার।
আসলে বিশ্বের প্রথম উইকেটকিপার-ক্যাপ্টেন হিসেবে মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন নিগার সুলতানা। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে উইকেটকিপারদের শতরান রয়েছে মোট ২☂১টি। তবে নিগার সুলতানা ছাড়া কেউই দলকে নেতৃত্ব দিতে নেমে শতরান করেননি। সুতরাং, অক্ষরিক অর্থেই ইতিহাসে নাম লিখিয়ে নেন বাংলাদেশের ক্যাপ্টেন।
এতদিন মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে♍ কোনও উইকেটকিপার-ক্যাপ্টেনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল অ্যালিসা হিলির নামে। তিনি ২০২৪ সালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে নেমে ৮২ রান করেন। বৃহস্পতিবার লাহোরে থাইল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নেমে ১০১ রান করেন নিগার সুলতানা। সুতরাং, হিলির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন নিগার।
মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে কোনও উইকেটকিপার-ক্যাপ্টেনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
১. নিগꩵার সুলতানা (বাংলাদেশ)- ১০১ 🦂বনাম থাইল্যান্ড (২০২৫)।
২. অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)- ৮২ বনাম ✃ভারত (২০২৪)।
৩. বাবেট ডিꦅ'লিড (নেদারল্যান্ডস)- ৭৬ বনাম আয়ারল্যান্ড (২০২২🦹)।
বৃহস্পতিবার লাহোরে থাইল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত 🎃অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকে যান মাত্র ৭৮ বলে। সাহায্য নেন ১৫টি চার ও ১টি ছক্কার। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও বাংলাদেশের ক্রিকেটারের করা সব থেকে কম বলে সেঞ্চুরির সর্বকালীন রেকর্ড। নিগার শেষমেশ ৮০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- হ্যারি ব্রু🅘কের মতোই হাল হল মুম্বই ইন্ডিয়ান্সের প্রোটিয়া তারকার, নির্বাসিত হলেন PSL থেকে
বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচের ফলাফল
বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ🍨। তারা নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটেরဣ বিনিময়ে ২৭১ রান তোলে। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটি বাংলাদেশের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড।
জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ড ২৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে অল-আউট হয়। ১৭৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদ🌟েশ। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটিই বাংলাদেশের সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড।