গুজরাট টাইটান্সের হেড কোচ আশিস নেহরা বরাবরই ক্রিকেট মাঠের এক বর্⛦ণময় চরিত্র। আর সাম্প্রতিক সময় তাঁর ডাবের জল খেতে খেতে কোচিং করানোর স্টাইল তো সকলেরই জানা। বরাবরই বেশ মজাদার মানুষ তিনি, হাসি খুশি থাকেন। অনেক সময়ই ক্রিকেটারদের সঙ্গে মজা করে তাঁদেরই চিন্তায় ফেলে দেন তিনি। শনিবার ছিল গুজরাট টাইটান্স বনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাম (Delhi Capitals) দিল্লি ক্যাপিটালসের আইপিএলের (IPL 2025) ম্যাচ, তার আগেই দিল্লির নেট সেশনের সময় হাজির করে নেহরা। গিয়ে তিনি যা করলেন,তা দেখে হাসছেন অনেকেই।
দিল্লি ক্যাপিটালস দলের কোচিং স্টাফের দুই সদস্য হেমাং বাদানি এবং মুনাফ꧒ প্যাটেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আশিস নেহরার। অনেকদিন খেলেছেন একসঙ্গে। গুজরাটের মাঠে তাই পুরনো বন্ধুদের সঙ্গে রিইউনিয়নের পর নিজেকে ধরে রাখতে পারলেন না নেহরা। দিল🔴্লির এক ক্রিকেটারকে মজা করে বললেন নেট সেশন বন্ধ করে দিতে, যেন তিনিই দিল্লি ক্যাপিটালসের কোচ।
অভিষেককে ফিরে আসার নির্দেশ নেহরার
যখন আশিস নেহরা দিল্লির প্রাক্তন সতীর্থদের সঙ্গে কথা বলতে আসেন তখন নেটে ব্যাটিং করছিলেন বাংল♔ার ছেলে অভিষেক পোড়েল। সেটা দেখেই বাদানি এবং মুনাফদের কাছে তিনি জানতে চান, ‘এটা অভিষেক পোড়েল ব্যাটিং করছে না? চলে আয় ভাই, এটাই লাস্ট বল! হয়ে গেছে, টাইম শেষ! খুব ভালো খেলেছে, ভালো শট মেরেছো। এবার চলে আসো… ’
নেহরাকে অক্ষর-হেমাং যা বললেন
সাধারণত প্রতিপক্ষ দলের কোচ নেট সেশনে আসবে, সেটা হয় না। কিন্তু নেহরার পক্ষে কিছুই অসম্ভব নয়। অভিষেক পোড়েলের রিঅ্যাকশন ধরা না পড়লেও, বিষয়টা যে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল, হেমাং বাদানিরা বেশ ভালোই উপভোগ ꩵকরেছেন, সেটা বোঝা গেল তাঁদের কথাবার্তায়। বাদানি মজা করে বললেন, ‘ নেহরা এবার দুটো নেটই চালাবে ঠিক করেছে’। সেটা শুনে অক্ষরও বললেন, ‘এক কাজ করো, তুমি আমাদের নেটেও প্র্যাকটিস করাও ’।
দিল্লি ক্যাপিটালসের ভিডিয়ো ভাইরাল-
দিল্লি ক্যাপিটালসের তরফে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় দেওয়া হতেই তা কার্যত ভাইরাল হয়ে গেছে। এই ভিডিয়োর আগে নেহরাকে বলতে শোনা যায়, ‘আমরা আইপিএলে প্রতিপক্ষ হতে পারি, কিন্তু আমরা ২০১১ বিশ্বকাপজয়ী দলে একসঙ্গে খেলেছি ’। ক্যাপিটালস বনাম টাইটান্সের লড়াই শন𒐪িবার টস জিতে বোলিং নিয়েছে আশিস নেহরার দল। সেখানে ব্যাট করতে নেমে অভিষেক পোড়েল শুরুটা দুর্দন্ত করছিলেন। কিন্তু ৯ বলে ১৮ রান করে সিরাজের হাতে ক্যাচ তুলে আর্শাদ খানের বোলিংয়ে আউট হয়ে যান বাংলার ছেলে।