বাংলা নিউজ >
দেখতেই হবে > এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে সোজা সন্ন্যাস, মহাকুম্ভের 'IIT বাবা'র জীবনদর্শনে কাঁটা দেবে গায়ে
এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে সোজা সন্ন্যাস, মহাকুম্ভের 'IIT বাবা'র জীবনদর্শনে কাঁটা দেবে গায়ে
Updated: 18 Jan 2025, 12:48 AM IST Laxmishree Banerjee ২০২৫ সালের মহাকুম্ভ আধ্যাত্মিকতার চূড়ায় পৌঁছেছে। স্বাধীন ভারতের এই প্রথম মহাকুম্ভ আমাদের এমন অনেক জ্ঞানীর সঙ্গে পরিচয় করিয়েছে, যা আগে কখনও হয়ত কল্পনায়ও আসেনি। যেমন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভে পৌঁছেছেন বহুল চর্চিত আইআইটি বাবা। সাধক জীবনে তিনি পরিচিত মাসানি গোরক্ষ নামেಞ। যদিও তাঁর আসল নাম অভয় সিং বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ৪ বছর মুম্বই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করেন তিনি। পরবর্তীতে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই পাল্টে যায় অভয় সিংয়ের। আজ তাঁর প্রশ্ন, 'ইঞ্জিনিয়ারিং করে পয়সা তো আসবেই, কিন্তু এ থেকে কী পাবেন'।