Ritabhari Home Tour: ঋতাভরীর নতুন বাড়ির চোখ ধাঁধানো অন্দরসাজ, ঘুরিয়ে দেখালেন টলি-নায়িকা
Updated: 18 Jan 2025, 01:49 PM IST- ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন, হাউজ ওয়ার্মিং পার্টি রেখেছিলেন ঋতাভরী চক্রবর্তী। যাতে ছিল তারকাদের মেলা। আবির থেকে পরমব্রত, ঋতুপর্ণা থেকে অনুষা, ছিল টলিউডের তারকাদের জমজমাট উপস্থিতি। এবার বাড়ির অন্দরসজ্জার ভিডিয়ো নিলেন শেয়ার করে।