বাংলা নিউজ >
দেখতেই হবে > Bahurupi 100 days: 'বহুরূপী' দেখতে দিল্লি থেকে হাজির! শুনে কী বললেন নন্দিতা?
Bahurupi 100 days: 'বহুরূপী' দেখতে দিল্লি থেকে হাজির! শুনে কী বললেন নন্দিতা?
Updated: 15 Jan 2025, 09:47 PM IST লেখক Ranita Goswami দেখতে দেখতে বক্স অফিসে ১০০ দিন পার করে ফেলল ব🦹হুরূপী। আর তাই সেলিব্রেশন হবে না তাও কি হয়! বাইপাস সংলগ্ন শহরের এক মলে হয় বহুরূপী-র ১০০ দিনের উদযাপন। আবির-ঋতাভরী, শিবপ্রসাদ-নন্দিতা, কৌশানি, ননীচোরা দাস বাউল সহ অনেকেই ছিলেন। কেক কেটে জমিয়ে হল সেলিব্রেশন।একে অপরকে কেক খাইয়ে দিলেন শিবপ্রসাদ-নন্দিতা-আবিররা। দর্শকদের কাছে নন্দিতা রায় হাতজোড় করে বলেন…, ‘সত্যিই ভাবিনি বহুরূপী ১০০দিন চলবে।’ এক দর্শক বলেন, ‘আমি দিল্লি থেকে এসে এই শোটা দেখতে এসেছি…।’ প্রসঙ্গত, এক ব্যাঙ্ক ডাকাতের গল্পকে তুলে ধরা হয়েছে ‘বহুরূপী’তে সঙ্গে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও। __________________________________________________________________