𓄧 শনিবারের আইএসএল ডার্বির রেফারির সিদ্ধান্ত নিয়ে এখনও রেগে লাল ইস্টবেঙ্গল শিবির। এখনও তাদের মধ্যে ক্ষোভ অব্যাহত রয়েছে। তাদের মতে ইস্টবেঙ্গলের প্রতি অবিচার করা হচ্ছে। এই অভিযোগ তুলে এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়ের কাছে নালিশ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার, এই বিষয়কে সামনে রেখে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিল ইস্টবেঙ্গল। সেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, রূপক সাহা এবং সৈকত গঙ্গোপাধ্যায় সহ একাধিক কর্তা।
⛦শনিবারের ডার্বির প্রথমার্ধের শেষের দিকে মোহনবাগান বক্সে সবুজ-মেরুন ফুটবলার আপুইয়ার হাতে বল লেগেছিল বলে অভিযোগ করা হয়। এ ছাড়াও লাল-হলুদ ফুটবলারেরা পেনাল্টির দাবি করলেও রেফারি তা দেননি। ইস্টবেঙ্গলের অভিযোগ, এটি একটি সঠিক পেনাল্টি ছিল। দ্বিতীয়ার্ধে, ৬১ মিনিটে ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকে লাল কার্ড দেখানো হয়, যা তারা অন্যায্য বলে দাবি করেছে। এই দুটি ঘটনা টিভি-র পর্দায় দেখানো হয়। এবং এই ঘটনাটি নিয়ে অভিযোগ করা হয়।
আরও পড়ুন… ꧅কাঁপতে কাঁপতেও সুনীল গাভাসকরের পা ছুঁলেন বিনোদ কাম্বলি, ভাইরাল হচ্ছে ভিডিয়ো
𒅌ইস্টবেঙ্গল কর্তারা বলেন, ‘আইএসএল একটি বেসরকারি ফুটবল লিগ। তাই এই প্রাইভেট কোম্পানি দ্বারা পরিচালিত দেশের শীর্ষস্থানীয় লিগটি শুধুমাত্র ধনী এবং ক্ষমতাশীল বন্ধুদেরই সুযোগ সুবিধা প্রদান করে চলেছে। হয়তো আইএসএল কর্তৃপক্ষের মাথায় রয়েছে সেই ওয়ান সিটি ওয়ান টিম পরিকল্পনা। সেইজন্যই হয়তো ইস্টবেঙ্গলের প্রতি এইরকম অবিচার চলছে।’
🍷ইস্টবেঙ্গল কর্তাদের মতে এই অবিচারকে সামনে রেখে তারা ফেডারেশন বা আইএসএল কর্তৃপক্ষ নয়, সরাসরি দেশের ক্রীড়ামন্ত্রকের কাছে নালিশ জানাতে চান। লাগাতার ডার্বি হারের পর, এবার তারা স্পোর্টস মিনিস্ট্রির দরবারে যাবেন।
আরও পড়ুন… ღগম্ভীরের PA কেন নির্বাচকের গাড়িতে? ভারতীয় দলের হেড কোচকে নিয়ে নতুন বিতর্ক
ꦦগুয়াহাটিতে কলকাতা ডার্বি হারার পর থেকেই নিয়মিত রেফারিকে দোষারোপ করে চলেছে ইস্টবেঙ্গল শিবির। ম্যাচের পরেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানান, ‘আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা তো নিশ্চিত পেনাল্টি। মোহনবাগান ক্রমাগত সুবিধা পেয়েই যাচ্ছে। তাছাড়া সৌভিক কিছুতেই আজ দুটো হলুদ কার্ড দেখে না। রেফারি লাল কার্ড দেখিয়ে একদম ঠিক করেননি।’
ꦬলাল-হলুদ কোচের দাবির সঙ্গে ধারাভাষ্যকার এবং বিশেষজ্ঞরা একমত হন। তবে ভারতীয় ফুটবলার সংস্থার প্রধান রেফারিং আধিকারিক ট্রেভর কেটল এই দাবিকে অস্বীকার করে বলেন যে, হ্যান্ডবল বা বল হাতে লাগার ক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সে ব্যাপারে রেফারিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আপুইয়ার হাত ছিল যথাযথ স্থানে এবং ইচ্ছে করে বল আটকানোর চেষ্টা করেননি তিনি।
আরও পড়ুন… ﷽চাপে PSL-এ সুযোগ পাওয়া ইংলিশ ক্রিকেটার! আদৌ কি NOC দেবে ECB? তৈরি হয়েছে জটিলতা
🍃অন্যদিকে, রাগে ফুঁসতে শুরু করেন সমর্থকরাও। আর এবার সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গল কর্তারা জানিয়ে দিলেন, ‘অবিচার হচ্ছে ইস্টবেঙ্গলের প্রতি। তাই এবার চাই প্রতিকার।’ সেই কারণেই তারা এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।ইস্টবেঙ্গলের অভিযোগ, ভারতীয় ফুটবল সংস্থার উপর তাদের ভরসা নেই এবং তারা আইএসএল চালানোর দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান এফএসডিএলের বিরুদ্ধে সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে যাবে। তারা ভারতীয় ফুটবলের পরিস্থিতি তুলে ধরে মনসুখ মাণ্ডবীয়ের হস্তক্ষেপের দাবি জানাবেন।