আইএসএলের সুপার সিক্স থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। এবার এএফসি চ্যালেঞ্জ লিগেও ব্যর্থ। এত ব্যর্থতা হজম তো হওয়ারই নয়। বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে এফকে আর্কাদাগের কাছে ০-১ হারে ইস্টবেঙ্গল। আর এর পরেই লাল-হলুদ-সমর্থকদের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। যুবভারতীয় বাইরে এদিন বিক্ষোভে ফেটে পড়েন ইস্টবেঙ্গল ভক্তরা। কারও চোখে জলের বন্যা, ﷺকেউ ⛦কেউ আবার রাগে ফুঁসছেন। বছরের পর বছর ধরে প্রিয় দলের এত ব্যর্থতা দেখে এবার ধৈর্য্যের বাঁধ ভাঙল সমর্থকদের।
বুধবার রাতে ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাদের পদত্যাগের দাবিতে সরব হন সমর্থকরা। আক্রমণ করা হয় ক্লাবের শীর্ষকর𒁃্তা দেবব্রত সরকারকে। সমর্থকদের আগুনে মেজাজ দেখে, তাঁদের শান্ত করার চেষ্টা করেছিলেন, ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে আসা জনপ্রিয় গায়ক মনোময় ভট্টাচার্য। কিন্তু তাতে কোনও ফল হয়নি। বরং ক্ষোভের আগুন আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন: বর্ণহীন ফুটবল, গোলের মুখই খুলল না, আর্কাদাগের কাছে ꦓ০-১ হারল ইস্টবেঙ্গল
পুরো পরিস্থিতি দেখে দেবব্রত সরকার হতাশ গলায় বলেন, ‘সমর্থকদের মধ্যে তো আমিও পড়ি। আমিও সমর্থক। আমারও কান্না পাচ্ছে। কী করা যাবে? দিমি গত বারের সর্বোচ্চ স্কোরার। তাঁকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গিয়েছিল। আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, আমি কী করতে পারি? দল আমরা করি না। কোচ করে। কোচ যা টিম করবে, সেটা নিয়েই চলতে হবে। সমর্থকদের কষ্ট হবেই। আমরা সবাই কষ্ট🎀 পাচ্ছি। যত তাড়াতাড়ি কষ্টের দিন অতিক্রম করা যায় তার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি।’
ঘরের মাঠে ১-০ হারার ফলে, ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ আরও কঠিন হল। অ্যাওয়ে ম্যাচে তাদের অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে। যেটা খুবই কঠিন বিষয়। অন্তত এদিন ইস্টবেঙ্গল যেরকম খেলেছে, সেটা দেখার পর আশা ছেড়ে দেওয়াই হয়তো ভালো। তবে হাল ছাড়ছেন না ইস্টবে꧅ঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনি বলেন, ‘আমাদের আশা এখনও শেষ হয়ে যায়নি। সম্ভাবনা রয়েছে। তবে ওখানে শুরুতেই গোল তুলেꦕ নিতে হবে। সেটা না করতে পারলে হবে না।’
আরও পড়ুন: সকলের অগোচর꧋ে ফুটবলার তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন…🍒 ৭২'র জন্মদিনেও চিরসবুজ সুব্রত
এদিন বিপক্ষের ট্যাকটিক্সের জালে আটকে গিয়েছে𓄧ন, মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, ‘ওরা খুব ট্যাকটিকালি খেলেছে। আমরা ওদের সঙ্গে পারিনি। ওরা সবাই মিলে রক্ষণ সামলেছে। আমরা সেটা ভাঙতে পারিনি।’ এদিন অনেক দেরীতে প্লেয়ার পরিবর্তন করেন ব্রুজো। এই প্রসঙ্গে জানালেন, এদিনের ম্যাচের বেঞ্চ তেমন শক্তিশালী না হওয়ায় বিশেষ বিকল্প তাঁর হাতে ছিল না। সে কারণেই তিনি প্লেয়ার পরিবর্তন করতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।