আগামী ২০ জানুয়ার♓ি ফের একবার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সে♑ই উপলক্ষে ওয়াশিংটন ডিসি-তে বসবে এলাহী অভিষেক অনুষ্ঠানের আসর। আর সেই অনুষ্ঠানেই নাকি যোগ দেবেন মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি।
সংবাদ সংস্থা এএনꩲআই সূত্রে খবর, বিশ্বের অন্যতম ধনী দম্পতি মুকেশ ও নীতা অনুষ্ঠানে আমন্ত্রিত অন্য়ান্য বিশিষ্ট 🧸অভ্যাগতদের সঙ্গেই মঞ্চ ভাগ করে নেবেন। সেই তালিকায় ভাবী ট্রাম্প মন্ত্রিসভার একাধিক নির্বাচিত সদস্য এবং আগামী মার্কিন প্রশাসনের একাধিক নির্বাচিত আধিকারিক রয়েছেন।
সূত্রের দাবি, আম্বানি দম্পতি ওয়াশিংটন ডিসি পৌঁছবেন আজই (১৮ জানুয়ারি)। শোনা যাচ্ছে, এই এলাহী আয়োজনের সূচনা হবে ভার্জিনিয়ায় অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে। শনিবার সেখানে একটি রিসেপশন পার্টির আয়োজন করা🧔 হবে। থাকবে আতসবাজির প্রদর্শন।
এছাড়াও, মূল অনুষ্ঠানের আগে রা🐼তে একটি 'ক্যান্ডেললাইট ডিনার' করবেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানেও নিমন্ত্রিত রয়েছেন মুকেশ ও নীতা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত জেডিඣ এবং তাঁর স্ত্রী ঊষা ভান্সেও ভারতের এই পাওয়ার কাপলের সঙ্গে দেখা করবেন।
মূল অনুষ্ঠানে বিশ্বের বহু তাবড় লোকজনই উপস্থিত হবেন। তাঁদের মধ্যে আম্বানিরা নিঃসন্দেহে অন্যতম উল্লেখযোগ্য। তবে, তাঁরা ছাড়াও ট্রাম্পের অতিথিদের মধ্য⭕ে থাকবেন ইলন মাস্ক, অ্য়ামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জুকাꦑরবার্গ।
এছাড়াও, ফরাসী ধনকুবের এবং প্রযুক্তি উদไ্যোগপতি জেভিয়ার নীল উপস্থ🐭িত থাকবেন ট্রাম্পের রাজকীয় অনুষ্ঠানে। সঙ্গে থাকবেন তাঁর স্ত্রীও।
শোনা♛ যাচ্ছে, আগামী সোমবার যে ব্ল্য়াক-টাই রিসেপশন অনুষ্ঠিত হবে, সেখানেও আম্বানিরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের হোস্ট হলেন রিপাবলিকান মেগা-ডোনার মিরিয়াম অ্যাডেলসন এবং মেটা 🐼কর্তা মার্ক জুকারবার্গ।
প্রসঙ্গত, বিশ্বের বর্তমান ধনীদের তালিকা অনু💯সারে, মুকেশ আম্বানি শুধুমাত্র ভারতের ধনীতম ব্যক্তিই নন। তিনি এশিয়া মহাদেশের সবথেকে ধনী ব্যক্তি। খনিজ তৈল ও প্রাকৃতিক গ্যাস, খুচরো ব্যবসা, টেলিযোগাযোগ এবং বিনোদন দুনিয়ার বিরাট বাণিজ্য ক্ষেত্রে তাঁকে মুকুটহীন সম্রাট বললেও খুব একটা ভুল কিছু বিশেষণ দেওয়া হয় না।
গত বছর ছিল মুকেশ আম্বানির ছেলে অন্তত আম্বানির বিয়ে। যা চলছিল, তো চলেই যাচ্ছিল। এবং সেই আয়োজনে কার্যত সারা বিশ্𓄧ব থেকেই 🌞অসংখ্য অসংখ্য সেলেব, ধনকুবের, রাজনীতিক এসে যোগ দিয়েছিলেন।
প্রসঙ্গত, ট্রাম্পের কুর্সিতে ফেরার অভিষেক অনুষ্ঠানে কোয়াড সদস্যভুক্ত দেশের প্রতিনিধি হিসাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও যোগদান করবেন। এই অনুষ্ঠানেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট๊ হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।