ꦦ এইচএমপিভি ভাইরাস নিয়ে ইতিমধ্যেই চিন সহ বহু দেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই রেশ কাটতে না কাটতে এবার মাঙ্কিপক্স খবরে। মাঙ্কিপক্স ভাইরাসের নয়া মিউটেট হওয়া স্ট্রেইন ক্ল্যাড ওয়ানবি-র হদিশ মিলেছে চিনে। চিনের সেন্টার ফর ‘ডিজিস কন্ট্রোল ফর প্রিভেনশন’ তারা মাঙ্কিপক্সের ১বি সাবক্ল্যাড ক্লাস্টারের ছড়িয়ে পড়ার খবর পেয়েছে। একেতেই বিশ্বজুড়ে এইএমপিভি ঘিরে বেশ কিছুটা উদ্বেগ রয়েছে, করোনার ভয়াবহ স্মৃতি অনেকেরই মনে ঘুরেফিরে আসছে, তারই মাঝে চিনে এই নতুন ভাইরাস স্ট্রেইন ক্ল্যাড ১বির হদিশ একটি তাৎপর্যপূর্ণ বিষয়। যদিও এর আগে, এই স্ট্রেইনের হদিশ ফ্রান্সেও পাওয়া গিয়েছে।
🐭মাঙ্কি পক্সের ক্ল্যাড ১বি স্ট্রেইন ক্রমাগত নিজের পরিসর বাড়াচ্ছে। সদ্য চিনের আগে ফ্রান্সে তার হদিশ মিলেছে। আফ্রিকার বাইরে ফ্রান্স ১১তম দেশ যেখানে মাঙ্কিপক্সের ক্ল্যাড১বির হদিশ মিলেছিল। এবার চিনে তার হদিশ মিলেছে। চিনের সিডিসি জানিয়েছে, ‘মাঙ্কিপক্স সাবক্ল্যাড Ibর ক্লাস্টারের প্রাদুর্ভাবের হদিশ মিলেছে।’ যে সূত্র ধরে হদিশ মিলেছে তিনি দেশে বহিরাগত। সেই ব্যক্তি কঙ্গো থেকে চিনে গিয়েছেন বলে জানতে পেরেছে বেজিং। এদিকে, মাঙ্কি পক্সের নয়া স্ট্রেনের হদিশ মিলতেই চিনের বেজিং, গুয়াংডং, জেঝিয়াং, তিয়ানজিংএ তদন্ত, ট্রসিং-র কাজ শুরু হয়েছে। চিকিৎসা ও কেস ডায়াগনোসিস শুরু হয়েছে বলেও খবর। জানা গিয়েছে, ঘনিষ্ঠ সংযোগ থেকে ৪টি আরও কেসের হদিশ পেয়েছে চিন। সংক্রমিতদের মধ্যে ব়্যাশ দেখা গিয়েছে বলে খবর। সাধারণের মধ্যে থেকেও কোনও সংক্রমিতের চিহ্ন মেলেনি চিনে। আক্রান্তরা সকলেই চিকিৎসাধীন ও তারা সকলেই স্বাস্থ্য সংক্রান্ত নজরদারিতে রয়েছেন বলে খবর।
ক্ল্যাড ১বি-র উপসর্গ:-
🎃ক্ল্যাড১ বি সম্পর্কিত যে উপসর্গগুলি উঠে আসছে, তাতে রয়েছে জ্বর। আর এই জ্বরই অনেক সময় প্রাথমিক উপসর্গ হয়ে উঠছে। জ্বর বাড়তে পারে, বা জ্বরে কাঁপুনি আসতে পারে। সঙ্গে হালকা থেকে বেশি মাথার যন্ত্রণা থাকতে পারে। পেশির ব্যথা থাকতে পারে। একটা হালকা অস্বস্তি থাকতে পারে। এছাড়াও পিঠে ব্যথা, স্টিফনেস, হঠাৎ করে দুর্বল লাগা, খুব ক্লান্ত লাগা, এনার্জি নেই মনে হওয়ার মতো নানান ধরনের উপসর্গ থাকতে পারে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জলভরা গুটি দেখা যেতে পারে। বিশেষত, মুখ, হাত, পায়ে এটি দেখা যেতে পারে। এছাড়াও গলাব্যথার মতো অস্বস্তিও এই উপসর্গের তালিকায় রয়েছে।