পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে একটি নৌকা ডুবে ৪০ জনেরও বেশি পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি মৃতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং মানব পাচার রোধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বিবৃতি প্রকাশ করেছেন। এরই মাঝে সামনে এল মৃত এক পাকিস্তানির বাবার বয়ান। নৌকাডুবিতে মৃত আবু বকরের বাবা মহম্মদ আকরাম বার্তাসংস্থা এপি-কে জানান, তাঁর ছেলেকে বিদেশে পাঠাতে তিনি এজেন্টদের কয়েক মিলিয়ন টাকা দিয়েছেন। তবে তিনি জানতেন না যে তাঁর ছেলেকে এভাবে নৌকা করে সমুদ্র পার করতে হবে। এদিকে আরও একটি পরিবার নিজেদের সব সম্পত্তি বিক্রি করে নিজেদের ছেলে - আরসলান আহমেদ, মহম্মদ আরফানকে পাঠিয়েছিল। তবে তাদেরও মৃত্যু হয়েছে এই যাত্রায়। (আরও পড়ুন: 💛সপ্তম চেষ্টাতেও কেন ভেঙে পড়ে স্টারশিপ? স্পেসএক্স রকেটের 'রোগ' ধরলেন মাস্ক)
আরও পড়ুন: 🦋প্রথম পে কমিশনের ন্যূনতম বেতন ছিল ৫৫ টাকা! নয়া পে কমিশনে কত বাড়তে পারে DA-বেতন?
শরণার্থীদের অধিকার রক্ষা গোষ্ঠী 'ওয়াকিং বর্ডারস' দাবি করেছে, আগের নৌকা দুর্ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে এই ৫০ জনের মধ্যে অন্তত ৪৪ জন পাকিস্তানি বলে জানা যায়। সেই নৌকা দুর্ঘটনার কবলে পড়া ৩৬ জনকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, স্পেন যাওয়ার জন্যে গত ২ জানুয়ারি নৌকায় উঠেছিল ৮৮ জন। সেই নৌকা ছেড়েছিল মরিশানিয়া থেকে। তাতে ৬৬ জন পাকিস্তানি ছিল। তবে এরপর দুর্ঘটনার কবলে পড়ে সেই নৌকা। (আরও পড়ুন: 🎃মহাকাশে কীভাবে স্যাটেলাইট ডকিং? ভিডিয়ো প্রকাশ ইসরোর, কী বার্তা নয়া ডিরেক্টরের?)
আরও পড়ুন: 💫যুদ্ধবিরতির বিপক্ষেও ভোট পড়ল ইজরায়েলি ক্যাবিনেটে, তবে অবশেষে মিলল সবুজ সংকেত
দুর্ঘটনা প্রসঙ্গে ওয়াকিং বর্ডারসের সিইও হেলেনা ম্যালেনো সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, দুর্ঘটনার পর সীমান্তেই এই ৩৬ জন ১৩ দিন কাটান। পরে মরোক্কার কর্তৃপক্ষ ৩৬ জনকে উদ্ধার করে। এদিকে এই ঘটনা সামনে আসতেই পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি প্রকাশ করে জানায়, মরোক্কোয় অবস্থিত তাদের দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এই বিষয়ে। এদিকে পাকিস্তানি নাগরিকদের সাহায্য করতে রাবাতে অবস্থিত পাকিস্তানি দূতাবাস থেকে একটি দলকে পাঠানো হয় ঢাকলায়। সেখানেই একটি ক্যাম্পে আপাতত আছেন উদ্ধার হওয়া অবৈধ অভিবাসীরা। এদিকে এই দুর্ঘটনার কবলে পরা প্রতিটি পাকিস্তানি নাগরিককে সাহায্য করতে নির্দেশ দিয়েছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার নিজে। (আরও পড়ুন: 🌸বেতন বৃদ্ধি, আয়কর ছাড়ের 'আশা'… কবে থেকে কবে পর্যন্ত চলবে এবারের বাজেট অধিবেশন?)
আরও পড়ুন: ♑RG Kar LIVE: ‘অন্য অপরাধীদের কী হবে?’ আরজি কর মামলায় রায়ের আগে উঠেছে প্রশ্ন
🎃এদিকে এই গোটা ঘটনায় মানবপাচারকারীদের তোপ দেগেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এদিকে যাঁরা নিজেদের কাছের মানুষদের হারিয়েছেন, তাঁদের প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি প্রকাশ করেন তিনি। এদিকে প্রশানিক কর্তাদের থেকে এই ঘটনা প্রসঙ্গে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন শেহবাজ। এই ঘটনায় মানপাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, মানবপাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সোশ্যাল মিডিয়া বার্তায় এই ইস্যুতে তিনি লেখেন, 'আমি আমাদের বিদেশ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যাতে মরক্কোতে নিযুক্ত কর্মীদের জরুরি ভিত্তিতে ঘটনা অনুসন্ধান করতে পাঠায়। এছাড়া নিখোঁজদের সন্ধানও যাতে করা হয়। পাশাপাশি জীবিতদের উদ্ধার করতে এবং এই ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের দেহাবশেষ ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করার নির্দেশ দিতে বলেছি বিদেশ মন্ত্রককে। আমরা পাকিস্তানের মানব পাচারকারী এবং এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখব। এরা নিরীহ নাগরিকদের এই বিপজ্জনক ফাঁদে প্রলুব্ধ করে।'