๊ সারেগামাপা শেষ, তবে তারপরেও চর্চায় রয়েছেন শোয়ের প্রতিযোগীরা। বিশেষ করে এই গানের রিয়েলিটি শোয়ে নজর কেড়েছেন দুই খুদে প্রতিযোগী, অতনু আর অনীক। এই দুই খুদের মধ্যে দেয়াশিনীর সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে অতনু মিশ্র। আর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে কোলাঘাটের ছোট্ট শিল্পী অনীক জানা। তবে বছর ৭-এর অনীকও কিন্তু কিছু কম জনপ্রিয় নন।
ꦍতবে শো ও প্রতিযোগিতার বাইরেও জমে উঠেছিল অতনু-অনীকের বন্ধুত্ব। সম্প্রতি কোলাঘাটে আয়োজিত বসন্ত উৎসবে একসঙ্গে দেখা মিলেছিল এই দুই খুদের। সারেগামাপা-পর আরও একবার তাঁদের একসঙ্গে দেখে খুশি হয়ে যান উপস্থিত দর্শকরা। সেখানে তাঁদের দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তাঁদের সঙ্গে সেলফি তোলার জন্যও ভিড় করেন অনেকে। অতনু মিশ্রর সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
🐈তবে এবিষয়ে Hindustan Times Bangla-র তরফে অনীক জানার সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায় ‘মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠান’ নামে একটি সংস্থার তরফে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। ২৪ মার্চ অনুষ্ঠানটা হয়েছিল। সেখানে তার সঙ্গে অতনুও উপস্থিত ছিল। সারেগামাপা-র পর অতনুদার সঙ্গে এই প্রথম দেখা হয়, অনুষ্ঠানের ফাঁকে তাঁদের অনেক গল্প হয়েছে বলেও জানায় ছোট্ট অনীক। এই বসন্ত উৎসবে দুজনকে সংবর্ধনাও দেওয়া হয়েছ। অনুষ্ঠানে অনীক কিশোর কুমারের গান গেয়েছে বলে সে জানায়। আর মান্না দে-র গাওয়া গান গেয়েছে অতনু মিশ্র। তবে শুধু অতনু-অনীকই নয়, সেখানে হাজির ছিল তাঁদের বাবা-মায়েরাও।

𒆙এদিকে সম্প্রতি Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে ছোট্ট শিল্পী অনীক জানা জানিয়েছিল, সারেগামাপা শেষে এবার ইন্ডিয়ান আইডল, জি টিভি সারেগামাপা-তে যাওয়ার কথা ভাবছে সে। ছোট্ট শিল্পী জানিয়েছিল রিয়েলিটি শো শেষ হলেও নিয়মিত গানের রেওয়াজ চালিয়ে যাচ্ছে সে। তাঁর কাছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গানের শো করার প্রস্তাব আসছে। খুব শীঘ্রই শো শুরু করার পরিকল্পনাও রয়েছে তার।
ꦉসাক্ষাৎকারে অতনু ও অনীক দুজনেই জানিয়েছল সারেগামাপা-র সবাইকে তারা খুব মিস করছে। অতনুর কথায়, ‘শোয়ে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল অনীক। আমরা দুজন মিলে অনেক দুষ্টুমি করতাম।’ আবার অনীকও বলেছিল, ‘অতনু দা আর সৃজিতা দিদি আর অঙ্কনা দিদির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল। সকলের সঙ্গেই যোগাযোগ আছে।’