♍ মুক্তি পেল বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির নতুন গান হরি মন মজায়ে। রুক্মিণী মৈত্র অভিনীত এই ছবির গানটিতে উঠে এসেছে বিনোদিনী দাসীর চৈতন্যদেবের নাটকে অভিনয় থেকে তাঁর উপর হওয়া আক্রমণের কথা।
বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির নতুন গান
🐽গিরিশ চন্দ্র ঘোষের লেখা হরি মন মজায়ে গানটিকে বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে ব্যবহার করা হল। এই ছবিতে গানটি গেয়েছেন সুচিস্মিতা চক্রবর্তী। গানটির আসল কম্পোজার হলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। এই ছবির জন্য গানটিকে নতুন করে অ্যারেঞ্জ করেছেন সৌরেন্দ্র সৌম্যজিৎ। বাঁশি বাজিয়েছেন স্বরজিৎ রাতুল গুহ।
ꦓহরি মন মজায়ে গানে উঠে এসেছে বিনোদিনী দাসীর চৈতন্যদেবের নাটক উপস্থাপনের কথা। সেই নাটক চলাকালীন তাঁর উপর আক্রমণ, আহত হওয়া এবং রামকৃষ্ণ দেবের আগমন। গানটিতে হরি নামের সঙ্গে রামকৃষ্ণ স্তুতি দারুণ ভাবে মেশানো হয়েছে।
কে কী বলছেন?
⭕গানটি মুক্তি পেতে না পেতেই শ্রোতাদের নজর কেড়েছে। প্রশংসায় ভাসছে কমেন্ট বক্স। এক ব্যক্তি লেখেন, 'অপূর্ব! হৃদয় জুড়িয়ে গেল। এই ছবি যদি হিট না হয়, তাহলে বলব বাঙালি ভালো সিনেমা ডিজার্ভ করে না। ওরা পুষ্পাতেই মজে থাকুক।' আরেকজনের মতে, 'চোখের জল ধরে রাখতে পারলাম না। কি সুন্দর, কে বলবে এটা অভিনয়? যেন সব চাক্ষুষ দেখছি। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন না: আসল নকল সব একাকার করে দিলো গো আসল নকল সব একাকার করে দিল, সত্যি ঠাকুরের এই বানিটাই মনে পড়ছে এখানে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'যখন ভজ গৌরাঙ্গ শুরু হল পুরো গা কাঁটা দিয়ে উঠল । আর রুক্মিণীদির অভিনয়ের কোনও কথা হবে না। খুব ভালো লাগলো।' কারও মতে আবার, 'বিনোদিনীকে দেখিনি কিন্তু আমি রুক্মিণী মৈত্রকে দেখেছি, মন ছুঁয়ে গেল।'
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
▨আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রামকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, গিরিশ চন্দ্র ঘোষের ভূমিকায় আছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রাঙা বাবু হয়ে ধরা দেবেন রাহুল বসু।