বলিউডে পরিচালক বা প্রযোজকরা স্বজন🔜 পোষন করেন, এই মন্তব্যে বহু অভিনেতা-অভিনেত্রী নিজেদের মন্তব্য প্রকাশ করেছিলেন একসময়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক প্রকার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল পরিচালক করণ জোহরকে। কিন্তু এবার স্বজন-পোষন প্রসঙ্গে কথা বলতে গিয়ে একেবারে অন্য সুরে কথা বলেন প্রিয়া🐼ঙ্কা চোপড়া।
সম্প্রতি নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছে ডকুমেন൩্টরি সিরিজ দ্যা রোশনস। এই ডকুমেন্টারিতে রোশন পরিবারের তিন প্রজন্মের মানুষের জীবনী তুলে ধরা হয়েছে। এই ডকুমেন্টারিতে প্রিয়াঙ্কা 🐎চোপড়াকে হৃতিক এবং রাকেশ রোশনের প্রশংসা করতে শোনা যায়। শোনা যায়, রাকেশ রোশন কীভাবে স্বজন-পোষণ না করে নতুনদের সুযোগ দিয়েছেন বারবার।
আরও পড়ুন: পল্😼লবীর পর্দার বরের বিয়ে! ‘সাজও আলাদা হবে…’ সৃজনের বিয়ে নিয়ে উত্তেজিত 'পর্ণা'
আরও পড়ুন: সইফকে আক্রমণকারীর মতো দেখতে 💝এক ব্যক্তিকে আটক রেলপুলিশের! তদন্তে কী জানা গেল?
প্রিয়াঙ্কা ꦉবলেন, এই পরিবারের মানুষেরা শিল্পের মূল্য দিতে জানেন। আমার মতো মানুষ, যাদের আগে থেকে বলিউডে কোনও পরিচয় নেই, তাদের সাহায্য করেন কেরিয়ার তৈরি করতে। প্রত্যেকটি মানুষের দিকে হা꧟ত বাড়িয়ে দিয়েছেন, যারা জীবনে উন্নতি করতে চান। এটা সত্যি প্রশংসার যোগ্য।
২০২৩ সালে ড্যাক্স শেফার্ডের পড🍷কাস্ট চলাকালীন প্রিয়াঙ্কা বলেন, যে অভিনেতা-অভিনেত্রীদের পরিবারের মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম বলিউডে রয়েছেন, তাদের থেকে যাদের পরিবারের কেউ বলিউডের অংশ নয়, তাদের লড়াইটা অনেক বেশি। বহিরাগত শিল্পীদের লড়াইটা যাতে কম হয় তার জন্যই আমার প্রযোজনায় আসা। আমি চেয়েছিলাম সেই সমস্ত মানুষদের সাহায্য করতে, যাদের মাথায় কোনও গডফাদারের হাত নেই।
আরও পড়ুন: ‘সমঝোতা হয়ে গেছে,CBI-কে কিছু করতে দেওয়া হল না’, সঞ্জয় একমাত্র দোষী! আরজি ক💯র রায়ে 💖হতাশ শ্রীলেখা
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়ার মা 💞মধু চোপড়া জানিয়েছেন, প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা এবার ভারত ছেড়ে চলে যাবে বিদেশে। এই প্রযোজনা সংস্থার শুরুটা হয়েছিল তখন, যখন বলিউড ছেড়ে প্রিয়াঙ্কা হলিউডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রিয়াঙ্কার হলিউডের যাত্রা যদি সফল না হত তাহলে তিনি ফিরে আসছেন প্রযোজনার কাজে। তেমনটাই পরিকল্পনা ছিল চোপড়া পরিবারের।
উল্লেখ্য, হৃতিক এবং প্রিয়াঙ্কা এক সঙ্গে অভিনয় করেছিলেন কৃষ ৩, কৃষ, অগ্নিপথের মꩵতো সিনেমায়। এই সিনেমাগুলির মধ্যে দুটি সিনেমা রাকেশ রোশন দ্বারা প্রযোজিত এবং একটি করণ জোহরের ধর্মা প্রোডাকশন দ্বারা প্রযোজিত।