বৃহস্পতিবার নবাব পরিবারের জন্য ছিল একটি ভীষণ খারাপ দ🍌িন। ভোরবেলায় বাড়িতে হানা দেয় এক ডাকাত। প্রাথ⛎মিক ধস্তাধস্তির পর আচমকাই ওই ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করে অভিনেতাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সইফ। তড়িঘড়ি অটো করে তাঁকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। অপারেশনের পর আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল। বাবার শরীর কিছুটা সুস্থ হতেই তাই এবার কাজে ফিরে গেলেন ছেলে ইব্রাহিম আলি খান।
কুণাল দেশমুখ পরিচালিত দীনেশ ভিজান প্রযোজিত ‘দিলার’ হতে চলেছে ౠএকটি ক্রীড়া সমন্ধিত সিনেমা। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন ইব্রাহিম। বলা ভালো, এই সিনেমার হাত ধরেই তিনি বলিউডের জগতে প্রবেশ করতে চলেছেন।
আরও পড়ুন: ‘ইমার্জেন্সি’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে সদগুরু! 'সহজ কাজ নয়…' কঙ্গনার প্রশংসায় পঞ✃্চমুখ
আরও পড়ুন: ডিভোর্সিকে বিয়ে ‘ভুল সিদ্ধান্ত’, স্বামীর বিরুদ্ধে আন🥂েন পরকীয়ার অভিযোগ, চিনলেন খুদেকে?
সিনেমা🔴র শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই, কিন্তু আচমকা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় সমস্ত শ্যুটিং বন্ধ করে দিয়েছিলেন ইব্রাহিম। দিবারাত্র বাবার পাশে ছিলেন তিনি। কঠিন পরিস্থিতিতে সামলেছেন দুই ভাইকে।
তবে চিন্তার মেঘ এখন সরে গেছে। চিকিৎসকদের মতন অনুযায়ী, সইফ এখন অনেকটাই সুস্থ। আর কিছু൩দিনের মধ্যেই বাড়ি ফিরে যাবেন তিনি। বাবার সুস্থতার খবর পাওয়ার পরেই কাজেই ফিরে গেলেন ইব্রাহিম। আজ অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে ফের তিনি শুরু করল🐎েন নিজের প্রথম সিনেমার শ্যুটিং।
আরও পড়ুন: দেশের প🍷র এবার বꦓিদেশেও সাফল্য, সুদূর নেদারল্যান্ডসেও বহুরূপীর অ্যাডভান্স বুকিং হাউসফুল
আরও পড়ুন: এডিটর স্বামী শিরীষ কুন্দের-এর সঙ্গে ২০ বছরের দাম্পত্য,ꦏ ফারহা বলছেন,𒐪 ‘আমি ভেবেছিলাম, ও সমকামী’
ইব্রাহিমের প্রথম সিনেমায় তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণ ভারতীয় তারকা শ্রীলীলা। পরিবারের এই কঠিন স🍸ময়ে পরিবারের পাশে থেকে ইব্রাহিম প্রমাণ করে দিলেন, তিনি কাজ এবং পরিবার দুটোই সমান তালে সামলাতে জানেন।
প্রসঙ্গত, নবাব পরিবারে ঘটে যাওয়া এ🍨ই দুর্ঘটনার পর করিনা কাপুর খান সকলের কাছে অনুরোধ করেছেন ব্যক্তিগত স্পেস দেওয়ার জন্য। করিনা বলেন, আপনাদের সকলের কাছে অনুরোধ দয়া করে এই মুহূর্তে আমাদের কিছুটা স্পেস দিন। আমরা এখন মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে রয়েছি। এই সংবেদনশীল সময়ে 𝐆আমাদের সহযোগিতা করুন।