আইপিএলের ২০২৫ মরশুম চলাকালীন রোহিত শর্মার এক ভক্ত সুযোগ পেয়ে নীতা আম্বানির কাছে একটি দুঃসাহসী দাবি উত্থাপন করেন। নীতা আম্বানি যখন শিরডি মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময়ে ভিড়ের মধ্যে থেকে এক ভক্ত, তাঁর কাছে বিশেষ অনুরোধ জানান। আর সেই ভক্তের অনুরোধে সাড়াও দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক।
ওই ভক্ত নীতাকে হাতজোড় করে বলেন, ‘ম্যাডাম ম্যাডাম রোহিত (শর্মা) কো ক্যাপ্টেন করো (রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানান)’। ভক্তের সেই অনুরোধ🧸 শুনে নীতা আম্বানি হাসিমুখে জবাব দেন, ‘ভগবান কি মর্জি (এটা ঈশ্বরের ইচ্ছে)’।
নীতা আম্বানি কি ভক্তের সেই অনুরোধ শুনবেন?
আইপিএলের ১৮তম আসরে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। তারা তাদের প্রথম দুটি ম্যাচ- চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের বিপক্ষে হেরেছিল। ওয়াংখেড়ে-তে তাদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু তারা ফের মুখ থুবড়ে পড়ে। লখনউ সুপার জায়ান্টস এবং🥃 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফের পরপর দুই ম্যাচ হারের পর, রবিবার কোটলায় দিল্লি ক্যাপিটালসকে ১২ রানে হারিয়ে ফের জয়ের মুখ দেখেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলে মুম্বইয়ের অবস্থান
এখনও পর্যন্ত ছয় ম্যাচে মাত্র দু'টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। উঠে এসেছে পয়েন্ট টেবলের সপ্তম স্থানে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে পয়েন্ট টেবলের তলানিতে থেকে গত মরশুমে আইপিএল শেষ করেছিল মুম্বই ইন্ডি🧔য়ান্স। তার পরেও হার্দিক পান্ডিয়ার উপরেই টিম ম্যানেজমেন্ট আস্থা দেখিয়েছে। এবারও অবশ্য মুম্বইয়ের হাল খুব একটা𒁃 ভালো নয়। যদিও রোহিত শর্মার পারফরম্যান্সও হতাশার।
রোহিতের ফর্মও হতাশার
আইপিএলের ১৮তম আসরে রোহিত শর্মার ব্যাটও যেন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। এই মরশুমে তিনি ৫টি ম্যাচে ব্যাট করেছেন, যেখানে তিনি মাত্র ৫৬ রান করতে পেরেছেন। এখনও পর্যন্ত তিনি ০, ৮, ১৩, ১৭ এবং ১৮ রানের ইনিংস খেলেছেন। তাঁর ব্যাটিং গড় মাত্র ১১.২০। চলতি মরশুমে ওপেনার হিসেবে কমপক্ষে ৪ ইনিংসে ব্যাট করা যে কোনও খেলোয়াড়ের মধ্যে এটিই সবচেয়ে খারাপ গড়। শুধু তাই নয়, ২০২৩ সালের আইপিএলের পর থেকে কমপক্ষে ২৫ ইনিংসে ব্যাট করার পর রোহিত শর্মা দ্বিতীয় ওপেনার, যাঁর গড় সবচেয়ে খারাপ। তিনি মাত্র ২৪.৩🦩৯ গড়ে রান করতে সক্ষম হয়েছেন।