বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে, বুধদেব যখন কৃপা করেন, তখন তিনি জাতক জাতিকাকে নানানভাবে সাহায্য করেন তাঁর ভাগ্যে উত্থান কেউ রুখতে পারে না বলে মনে করা হয়। আগামী মাসে ২ বার রয়েছে ব🐈ুধের গোচর। ১১ ফেব্রুয়ারি বুধদেব কুম্ভ রাশিতে🦩 প্রবেশ করবেন, আর ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে তিনি গোচর করবেন। বুধের জোড়া গোচরে ফেব্রুয়ারিতে একাধিক রাশির ভাগ্য ফিরতে চলেছে।
জ্যোতিষ গণনা বলছে, মকর রাশিতে রয়েছে শনিদেবের আধিপত্য। আর বুধ দেবের সঙ্গে শনির সম্পর্ক ভালো। ফলে সব মিলিয়ে প্রভাব ইতিবাচকই হবে। এরফলে, ব্যবসা থেকে চাকরিতে সোনার চমক আসতে পারে 𒅌বহু রাশির ঘরে। দেখা যাক,🔯 লাকি কারা।
মিথুন
সব কাজে পাবেন ভাগ্যের সহযোগিতা। কোনও আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। কোনও প্রকল্প বা যোজনার কাজ এই সময় শুরু করতে পারেন। নতুন যোজনার কাজ এখনই শুরু করতে পারেন। আয়ে অপ্রত্যাশিত লাভ হবে। ব্যবসায় বিস্তার ও নতুন অংশীদারির যোগ তৈরি হবে। এই সময় কোনও ধার্মিক ও মাঙ্গলিক কাজে যোগ দিতে পারেন। যাঁরা চাকরিহীন,𝔉 তাঁরা পাবেন চাকরি। চাকরিরতরা কর্মস্থ🐻লে নতুন কাজের দায়িত্ব পাবেন।
বৃষ
বুধের দুটি গোচরের ফলে আপনার রাশিতে জাতক জাতিকাদের কাদের দিক থেকে আর টাকা লাভের দিক থেকে সময় ভালো কাটবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় চাকরি পেতে পারেন। 🐷যাঁরা চাকরি বদল করবেন ভাবছেন, তাঁরাও চাকরি বদল করতে পারেন। কোনও পুরনো প্রজেক্ট থেকে সাফল্য পাবেন। আপনার কাজের প্রশংসা হবে। ♏ব্যবসায়ীরা এই সময় বিপুল লাভ পাবেন। আপনার আয়ে নতুন নতুন উৎস তৈরি হবে। আপনার কোনও বড়সড় প্রজেক্ট এবার গতি পাবে।
মেষ
আপনার আয়ে এই সময় বিপুল উন্নতি হবে। আপনার আয় বাড়তে থাকবে। রোজগারের উন্নতি হবে। আপনি একাধিক সূত্র থেকে টাকা রোজগার করতে পারেন। 🔯কোনও নতুন প্রকল্পে কাজ শুরুর সেরা সময় এইটি। আয় অপ্রত্যাশিত জায়গা থেকে আসতে আরম্ভ করবে। ব্যবসায় বিস্তার হবে। অংশীদারির যোগ তৈরি হবে। এই সময় টাকার সঞ্চয় করতে পারবেন। টাকার সঞ্চয়ে সফল হবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে।
(এই প্রত✤িবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )