সারাদিনের কাজ শেষের পর একটু ক্রিকেট দেখতে কেমন লাগবে? শুনেই ম্যাঞ্চেস্টার সিটির 🎀তারকা বলে উঠলেন, নাহ! অনেক ধন্যবাদ। শুনতে অবশ্য একটু অবাক তো লাগবেই কথাটা। সম্প্রতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚি ইউরোপের অন্যতম সেরা খেলাগুলো নিয়েই প্রশ্ন করা হয়েছিল কেভিন ডি ব্রুইনকে, তিনি যা উত্তর দিলেন তাতে সবাই প্রায় হতবাক। আবার তিনি নিজেও জানতেন এমন অনেক তথ্যও রয়েছে।
সম্প্রতি ম্যান সিটির সতীর্থর সঙ্গেই এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সখন তাঁর কাছে প্রশ্ন করা হয়ে ইউরোপে সব থেকে বেশি কোন পাঁচ খেলাকে জনপ্রিয়? সেই তালিকা থেকে জানা যায় ফুটবলের পর ক্রিকেট এবং তারপর যথাক্রমে বাস্কেটবল, টেনিস এবং ফরমুলা ওয়ান সেই মহাদেশে সবথেকে বেশি জনপ্রিয় খেলা। যা শুনে বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন হেসে ফেলেন, বিশ্বাসই করতে পারলেন না।
ইউরোপে ক্রিকেট কেউ দেখে নাঃ ডি ব্রুইন
ম্যান সিটির মাঝমাঠের এই অস্ত্রকে বলতে শোনা যায়, ‘ক্রিকেট কীভাবে ইউরোপে🦩র জনপ্রিয় খেলাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আসে? এট🐓া মিথ্যা কথা মনে হচ্ছে। আমি তো ইউরোপে কাউকে চিনি না, যে ক্রিকেট দেখে। আমি সত্যি কথাই বলছি ’।
ইউরোপে বেড়েই চলেছে ক্রিকেটের জনপ্রিয়তা
বর্তমানে আইসিসির মোট ৩৩টি সদস্য দেশে ক্রিকেট খেলা হয়। ইউরোপিয়ান ক্রিকেট কাউন্সিলের সুবাদে সেই মহাদেশে এখন ক্রিকেটের জনপ্রিয়তাও অনেকটা বেড়ে গেছে। স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দেশগুলো অ্যাসোসিয়েট মেম্বারদের মধ্যে শীর্ষেই রয়েছে। এছাড়াও হাঙ্গেরি, সার্বিয়ার মতো দেশও ক্রিকেট খেলা শুরু করেছে। তবে সেটাই যখন সঞ্চালღক ডি ব্ꦜরুইনকে বললেন, তখন তিনি কার্যত তা বিশ্বাসই করতে পারলেন না যে ইউরোপের মানুষ ক্রিকেট ভালোবাসে। ডি ব্রুইন স্পষ্টভাবেই জানিয়ে দেন, ‘আমি সব ধরণের খেলাই দেখি, তবে ক্রিকেট একদমই দেখি না। ’
১০ বছরে ভুরি ভুরি ট্রফি জিতেছেন
গত শুক্রবরাই বেলডিয়ামের এই তারকা ফুটবলার জানিয়ে দিন চলতি মরশুমের পরই ম্যান সিটির সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেড়ে ফেলবেন তিনি। ১০ বছরের স্বপ্নের সময় ম্যান সিটিতে কাটানোর পর অবশেষে তিনি দল ছাড়তে চলেছ🦩েন। বেলজিয়ামের এই মিডফিল্ডার ম্যান সিটিকে জিতিয়েছেন ৬টি প্রিমিয়র লিগের শিরোপা, এছাড়াও দুটি 🍎এফএ কাপ, পাঁচটি ইএফএল কাপ এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
বুন্দেসলিগায় খেলে নিজেকে প্রমাণ করেন
একটা সময় চেলসিতে খেললেও সেখানে খুব বেশি সুযোগ পাননি। এরপর বাধ্য হয়েই চলে গেছিলেন বুন্দেসলিগায়। সেখান থেকে নিজেকে প্রমাণ করে ফেরেন ফের ইপিএলে। আর তারপর থেকেই এখান🐎ে স্বপ্নের সময় কাটিয়েছেন তিনি। বিশেষ করে পেপ গুয়ার্দিওয়ালার যুগে সিটির সাফল্যের পিছনে সব থেকে বেশি অবদানও ডি ব্রুইনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।